Financial Scam: ৬৫ কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগ, পুলিশি তলব অভিনেতা দিনো মরিয়াকে

Published : May 26, 2025, 05:21 PM IST
Dino Morea

সংক্ষিপ্ত

মুম্বইয়ে মিঠি নদীর পলি নিষ্কাশন দুর্নীতি মামলায় অভিনেতা দিনো মোরিয়াকে তলব করেছে পুলিশ। ৬৫ কোটি টাকার আর্থিক জালিয়াতের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। 

এবছর কেরলে বর্ষার আগমন ঘটেছে বেশ আগে। বৃষ্টি শুরু মুম্বইয়ে। এদিকে রাতভোর বৃষ্টিতে একাধিক এরিয়া জলমগ্ন। সে কারণে ব্যহত যানচলাচল। কুরলা, সিওন, দাদার, পারেলের নিচু এলাকায় জনজীবন বিপর্যস্ত। জলমগ্ন সব রাস্তা। সেই আবহেই আবহাওয়া দফতর দানিয়েছে আগামী ৪ ঘন্টা আরও বৃষ্টি হবে। এরই মাঝে সোমবার মিঠি নদীর পলি নিষ্কাশন দুর্নীতি নিয়ে অভিনেতা দিনো মোরিয়াকে তলব করল মুম্বই পুলিশ। ৬৫ কোটি টাকার আর্থিক জালিয়াতের অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।

সদ্য EOW এবং Free Press Journal -এ একটি বিশেষ খবর প্রকাশ পেয়েছে। সেখানে বলা হয়েছে, ৬৫ কোটি টাকার আর্থিক জালিয়াতের অভিযোগ আছে অভিনেতা দিনো মরিয়ার বিরুদ্ধে।

জানা গিয়েছে, মুম্বইয়ে মিঠি নদী রবাবরই গুরুত্বপূর্ণ। বন্যা প্রতিরোধের জন্য এই নদীখাতের পলি পরিষ্কারের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করে মুম্বই প্রশাসন। আর সেখানেই একটি বড় অঙ্কের টাকা নয় ছয় করার অভিযোগ উঠল অভিনেতা দিনো মোরিয়ার বিরুদ্ধে।

জানা গিয়েছে, মিঠি নদীর পলি নিষ্কাশনের জন্য প্রশাসনের তরফে যে টাকা দেওয়া হয়েছিল, সেই টাকা খরচ করা হয়নি। তদন্তে জানা গিয়েছে, মিঠি নদী পরিষ্কার করার জন্য যে কর্মীদের নিযুক্ত করা হয়েছিল, তারা ভুয়ো লকবুক, স্লিপ জমা দিয়েছে। শুধু তাই নয়, ভাড়া করা যন্ত্রপাতি বাবদ অতিরিক্ত ৩ কোটি টাকা বিল করেছে। এই ঘটনায় মূল অভিযুক্ত কেতন মেহেতা। এখন প্রশ্ন হল কেন এই ঘটনায় তলব করা হল অভিনেতাকে?

জানা গিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত কেতন মেহেতার সঙ্গে দিনো মোরিয়া এবং তাঁর ভাই সান্চিনো মোরিয়ার একাধিকভাব ফোনে করা হয়েছে। কল লিস্ট ঘেঁটে সেই তথ্য প্রকাশ্যে আসতেই ডাক পড়ল অভিনেতার। এই নদীর পলি সরানো এবং সৌন্দর্যায়ন প্রকল্প সম্পর্কিত নানান কাজে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আছে। বর্তমানে মামলাটি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই আর্থিক দুর্নীতির জন্য সরকারি তহবিলের ক্ষয়ক্ষতি হয়েছে, সেই হিসেব নিকেশ করতেই আরও জোরদার তদন্ত শুরু হয়েছে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত