First look: প্রকাশ্যে 'রামায়ণ'-র প্রথম ঝলক, রামের চরিত্রে বাজিমাত রণবীরের, টিজারে অভিভূত দেশবাসী

Published : Jul 03, 2025, 03:20 PM ISTUpdated : Jul 03, 2025, 03:21 PM IST
ranbir kapoor ramayana makers revealed these main star cast of films

সংক্ষিপ্ত

রামায়ণ- পার্ট ওয়ান এর ঝলক প্রকাশ পেয়েছে এবং দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছবিতে রণবীর, সানি দেওল, যশ, বিজয় সেতুপতি এবং সাই পল্লবী প্রমুখ অভিনয় করেছেন।

রামের চরিত্র আত্মস্থ করতে দীর্ঘদিন ধরে করেছেন পরিশ্রম। খেটেছেন হাড়ভাঙা খাটুি। ত্যাগ করেছেন মদ্যপান থেকে মাংস। আজ মিলল সেই পরিশ্রমের ফল।

অ্যানিম্যাল ছবির মতো উগ্র পুরুষত্বের ছবিতে অভিনয় করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় ঠিক কেমন মানাবে তাঁকে তা নিয়ে দর্শক মনে আগ্রহ কম ছিল না। এবার মিলল তারই ঝলক। দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে এল রামায়ণ- পার্ট ওয়ান এর ঝলক।

রামের ভূমিকায় রণবীর কাপুর যে তাঁর ফিল্মি কেরিয়ারে নতুন মাইলস্টোন গড়বে তা আগেই বুঝেছিলেন অনেকে। এবার তা পাকাপাকি ভাবে জানা গেল। নীতেশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে রামায়ণ-এ যে একটা বড় চমক অপেক্ষা করছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। এবার ফার্স্টলুক প্রকাশ্যে আসতেই শুরু হল শোরগোল।

এই ছবিকে রণবীর কাপুর, সানি দেওলের পাশাপাশি কেজিএফ স্টার যশ, বিজয় সেতুপতি, সাই পল্লবীকে দেখা যাবে মুখ্য ভূমিকায়। কৈকেয়ীর ভূমিকায় লারা দত্ত, শূর্পণখার চরিত্র রকুলপ্রীত সিং, মন্দোদরীর চরিত্রে কাজল আগরওয়ালকে দেখা যাবে।

২০২৫ সালে দিওয়ালিতে মুক্তি পাবেন রামায়ণ। এক ট্রিলজির প্রথম পর্বের কাজ সারতে চাইছেন নির্মতারা। ২০২৬ সালে দ্বিতীয় ২০২৭ সালে তৃতীয় পর্ব মুক্তি পাবে। আগে মুক্তি পেয়েছেল আদিপুরুষ। তাতে প্রভাস ও কৃতি শ্যাননকে দেখা যায়। ছিলেন সইফ আলি খান। তবে, একেবারে চলেনি আদিপুরুষ। দীর্ঘবিতর্ক হয় ছবি ঘিরে। রামায়নের কাহিনি বিকৃত করা হয়েছে বলে দাবি ওঠে।

এবার ফের আসছে রামায়ণ। নীতেশ আগেই প্রতিশ্রুতি দেন, নতুন রামায়ণ আশা করি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানবে না। সে যাই হোক, এখন ছবির জন্য অপেক্ষা। শীঘ্রই আসছে ছবি। মুক্তি পেল প্রথম ঝলক। যেখানে নজর কেড়েছেন রণবীর কাপুর। এখন দেখার ছবিটি কতটা সফল হয়।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত