হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগত জুড়ে? তারকারা কে কী করছেন? দেখে নিন এক ঝলকে।
ধুতি পরে, কপালে তিলক এঁকে ডমরু হাতে নাচ অক্ষয়ের, গাইলেন গানও । নতুন সাজে অনুরাগীদের চমক দিলেন সলমন। অবসাদে ভুগছেন আমির খানের ভাগ্নে ইমরান, নিজের মুখে জানালেন সে সেকথা। ভালোবাসার চিঠি পেলেন রচনা, জয়পুর যেতে গিয়ে ঘটল কান্ড। ইয়ালিনির বয়স ২ মাস হতেই মেয়ের ভিডিয়ো প্রকাশ্যে আনলেন শুভশ্রী। বনশালির ছবিতে নতুন ধরনের চরিত্রে দেখা দেবেন রণবীর। সংসার ভাঙল এষা দেওল ও ভরত তখতানির।