হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগত জুড়ে? তারকারা কে কী করছেন? দেখে নিন এক ঝলকে
বিশাল ভরদ্বাজের সঙ্গে জুটি বাঁধছেন বাদশা। শিখরের সঙ্গে তিরুমালা মন্দির দর্শন জাহ্নবীর। পরম-পিয়ার বিয়ে নিয়ে স্ত্রীর সুরে সুর মেলালেন আবির। রাজনীতিতে যোগ দিচ্ছেন মনোজ? খোলসা করলেন নিজেই । বিয়ের পরিকল্পনা জানালেন বনি, করবেন ডেস্টিনেশন ওয়েডিং। প্রকাশ্যে এল ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ছবির ট্রেলার। বিয়ের পিঁড়িতে ‘উড়ন তুবড়ি’র তুবড়ি।