হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগত জুড়ে? তারকারা কে কী করছেন? দেখে নিন এক ঝলকে
বরুণের ‘দুলহনিয়া’ সাজতে রাজি নন আলিয়া। ফুটবলার প্রেমিককে নিয়ে বরফে মাখামাখি গীতশ্রীর। ইরার বিয়েতে হাজির অভিনেতা ইমরান । বৃহস্পতিবারেও লক্ষ্মী হল না শাহরুখের। নিজের লাভলাইফ নিয়ে অকপট জাহ্নবী। আবার কি জুটি বাঁধছেন মিমি-আবীর? বড় পর্দায় দেখা দেবেন ‘মিঠাই’-এর উচ্ছেবাবুকে।