হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগত জুড়ে? তারকারা কে কী করছেন? দেখে নিন এক ঝলকে
পুনমের ভুয়ো মৃত্যুর খবর রটানোর পর ক্ষমা প্রার্থনা ডিজিটাল এজেন্সির। ফিরছে দেব-মিঠুনের জুটি? জল্পনা টলিপাড়ায়। জেনে নিন সপ্তাহান্তে মোট করত আয় করল ফাইটার। গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন শঙ্কর মহাদেবন ও জাকির হুসেন। পুজোর ছবি ঘোষণা করলেন দেব! দেবেন চমক। বিজ্ঞাপনের শ্যুটে রোম্যান্টিক সৌরভ-ডোনা, ছবি ভাইরাল। পুনমের উদ্দেশ্যে বিশেষ বার্তা শিলাজিৎ-র।