আম্বানি পরিবারে চাঁদের হাট, অনন্ত-রাধিকার এনগেজমেন্টে গ্ল্যামারাস লুকে তাক লাগালেন বলি তারকারা

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে দুই পরিবারের উপস্থিতিতে মুম্বইয়ের আম্বানি পরিবারের বহুতল অ্যান্টিলিয়াতে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বাগদান সেরেমনিতে বলিউডের চাঁদের হাট বসেছিল।

Web Desk - ANB | Published : Jan 20, 2023 7:38 AM IST
110

 শুরু হয়ে গেছে বিয়ের মরশুম। সকলেই নিজেদের মনের মানুষের সঙ্গে গাটছড়া বাঁধছেন। আম্বানি পরিবারেও এবার খুশির হাওয়া। শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি।

210

গত বৃহস্পতিবারই আনুষ্ঠানিক বাগদান হয়ে গেল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের  চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীত আম্বানির ছেলে অনন্ত আম্বানির। এনকেোর হেলথকেয়ার এর সিইও বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান হয়ে গেল অনন্ত আম্বানির।

310


অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে দুই পরিবারের উপস্থিতিতে মুম্বইয়ের আম্বানি পরিবারের বহুতল অ্যান্টিলিয়াতে। সম্পূর্ণ গুজরাতি নিয়ম মেনে বাগদান সম্পন্ন হয়েছে আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। 

410

আম্বানিদের পরিবারের পারিবারিক মন্দিরেই সমস্ত আচার মেনেই বাগদান সম্পন্ন হয়েছে। অনন্ত-রাধিকার বাগদানে চাঁদের হাট বসেছিল।  শিল্পজগতের নামী-দামী ব্যক্তিত্ব থেকে বলিউডের একাধিক তারকা সহ দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজনেরাও উপস্থিত ছিলেন।

510

 অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বাগদান সেরেমনিতে বলিউডের চাঁদের হাট বসেছিল।  জাঁকজমক অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের শাহরুখ খান, গৌরী খান, আরিয়ান খান, সলমন খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, জাহ্নবী কাপুর , খুশি কাপুর সহ আরও অনেকেই।

610

বলি তারকাদের ডি গ্ল্যাম লুকে মাতোয়ারা অনুরাগীরা। কালো রঙের ডিজাইনার পাঞ্জাবী ও পাজামায় সেজেছিলেন রণবীর কাপুর। লাল টকটকে শাড়ি,তার সঙ্গে ভারী কাজের গলার নেকলেস ও কানের দুল, ডিজাইনার ব্লাউজে পার্টির রোশনাই বাড়িয়ে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। 

710

কালো রঙের পাঠানি কুর্তায় ধরা দিয়েছিলেন শাহরুখ খান। স্ত্রী গৌরী খানের সঙ্গে পার্টিতে হাজির হয়েছিলেন আরিয়ান খান। বাবার মতোই পুরো কালো পোশাকে দেখা গিয়েছে ছেলে আরিয়ান খানকে। সাদা রঙের ডিজাইনার লো নেক লেহেঙ্গা পরে ধরা দিয়েছিলেন গৌরী খান। লেহেঙ্গার সঙ্গে বড় সাইজের কানের দুল , খোলা চুলে লাস্যময়ী গৌরী খানকে দেখে চোখ ফেরাতে পারছিলেন না। 

810

কালো রঙের কুর্তা-পাজামায় অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সলমন খান। আম্বানির ছোট ছেলের বাগদানের অনুষ্ঠানে ভিকিকে দেখা যায়নি বরং একাই উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। সাদা রঙের ডিজাইনার আনারকলি স্যুটে ধরা সেজেছিলেন ক্যাটরিনা কাইফ। 

910

অন্যদিকে বনি কাপুরের দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর দুজনেই লেহেঙ্গা পরেছিলেন। সি-গ্রীন রঙের লেহেঙ্গায় সেজেছিলেন জাহ্নবী এবং সাদা রঙের লেহেঙ্গায় সেজেছিলেন খুশি কাপুর।

1010

অনন্ত আম্বানির বাগদানের অনুষ্ঠানে অক্ষয় কুমার, করণ জোহর, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল, নীতু কাপুর, সারা আলি খান, আদিত্য ঠাকরে, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, ঐশ্বর্য রাই বচ্চন.  জন আব্রাহাম,  বনি কাপুর, সহ আর অনেকেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos