গোবিন্দা-সুনীতার ৩৭ বছরের দাম্পত্যের ইতি? কেন ভাঙছে অভিনেতা বিয়ে, কারণ শুনলে চমকে যাবেন

Published : Feb 25, 2025, 01:05 PM IST
govinda sunita heading for divorce

সংক্ষিপ্ত

৩৭ বছরের দাম্পত্য সম্পর্ক ভাঙতে চলেছে বলি অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার। সুনীতা জানিয়েছেন, তাঁরা আলাদা থাকেন এবং গোবিন্দার পরকীয়া সম্পর্কের আশঙ্কা করেন।

ফের খারাপ খবর বলিপাউড়ায়।  ভাঙতে চলেছে দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য সম্পর্ক। বলি অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা হাঁটতে চলেছেন বিচ্ছেদের পথে। দীর্ঘ সময় ধরে একে অপরের পাশে থেকেছেন। জীবনের বহু জটিলতা একসঙ্গে সমাধান করেছেন। এবার ভাঙছে সেই সম্পর্ক। জানান একসঙ্গে থাকেন না গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা। সম্প্রতি সুনীতা জানান, তাঁদের ছাদ আলাদা। দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় থাকেন অভিনেতা।

জানা গিয়েছে, এত বছরের এত বছরের সম্পর্কে দাঁড়ি টানতে চলেছেন গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা। এই বয়সে পরকীয়ায় জড়িয়েছেন নায়ক। প্রায় অর্ধেক বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে। তবে, সে সম্পর্ক নিয়ে কোনও ঘোষণা করেননি গোবিন্দা।

এর সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছিলেন, আগে আমাদের দাম্পত্যে সুরক্ষিত বোধ করতাম। কিন্তু, এখন আর করি না। এখন ওর ৬০-র বেশি বয়স। জানিনা, কখন কী করবে। সুনীতা জানান, আগে কাজের ব্যস্ততায় কোনও রকম পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না গোবিন্দের। তিনি বলেছিলেন, কিন্তু এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে।

মাত্র ১৮ বছর রয়সে গোবিন্দার সঙ্গে হয়েছিল সুনীতার। গোবিন্দা- সুনীতা দুই সন্তানের বাবা-মা। ১৯৮৭ সালের ১১ মার্চ তাদের দুজনের বিয়ে হয়। বিয়ের সময় তাদের বয়স অনেক কম ছিল। সুনিতার সে সময় বয়স ছিল ১৮ বছর। আগে যদিও নিজের স্ত্রীকে লুকিয়ে রাখতেন গোবিন্দা। পরে তার সকলের সঙ্গে সাক্ষাত করান স্ত্রীর। সে যাই হোক, বর্তমানে জটিল পরিস্থিতি মধ্যে যাচ্ছেন যাচ্ছেন তারা। ভাঙতে পারে বিয়ে। বর্তমানে আলাদাই থাকেন তারা। এবার বিচ্ছেদের কারণ এল প্রকাশ্যে। জানা গিয়েছে, তৃতীয় ব্যক্তির কারণে হতে চলেছে বিচ্ছেদ।

সে যাই হোক, ভাঙছে ৩৭ বছরের সম্পর্ক। শীঘ্রই আলাদা হবেন গোবিন্দা ও তাঁর স্ত্রী।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
ফের শিশু পাচারকারের বিরুদ্ধে লড়াই করবেন রানি, প্রকাশ্যে এল মার্দানি ৩-র ঝলক