দুই সন্তানকে নিয়ে লম্বা ট্যুরে বেরিয়ে পড়েছেন গুরমিত ও দেবিনা। এবার ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই সকল ছবি। ভাইরাল তাঁদের ফ্যামিলি ফোটো থেকে রোম্যান্টিক ছবি।
ব্যস্ততা থেকে লম্বা বিরতি। ছুটির মুডে গুরমিত ও দেবিনা। সদ্য প্রকাশ্যে এল তাঁদের ঘুরতে যাওয়ার ছবি। দুই সন্তানকে নিয়ে লম্বা ট্যুরে বেরিয়ে পড়েছেন গুরমিত ও দেবিনা। এবার ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই সকল ছবি। ভাইরাল তাঁদের ফ্যামিলি ফোটো থেকে রোম্যান্টিক ছবি। কোনও ছবিতে দেখা মিলেছে পরিবারের সকলের। তো কোনও ছবিতে দর্শকদের নজর কেড়েছে গুরমিত ও দেবিনার প্রেম। সব মিলিয়ে খবরে এই দুই বলি সদস্য।