টিভি শো 'রামায়ণ'-এর মোট বাজেট থেকেও ৬ গুণ বেশি সানি দেওলের পারিশ্রমিক
সানি দেওলের পারিশ্রমিক নিয়ে যে খবর আসছে, তা যদি সত্যি হয়, তাহলে এই পারিশ্রমিক রামানন্দ সাগরের টিভি শো 'রামায়ণ'-এর মোট বাজেট থেকেও ৬ গুণ বেশি। রিপোর্ট অনুযায়ী, ১৯৮০-এর দশকে রামানন্দ সাগর প্রায় ৭ কোটি টাকায় 'রামায়ণ' নির্মাণ করেছিলেন। অর্থাৎ সানি দেওলের পারিশ্রমিকের টাকায় রামানন্দ সাগর 'রামায়ণ'-এর মতো ৬টি টিভি শো বানাতে পারতেন।