কেমোথেরাপির মাঝেই নতুন রোগ থাবা বসাল হিনার শরীরে, বিশেষ আর্তি ভক্তদের কাছে

Published : Sep 06, 2024, 05:37 PM IST
hina khan

সংক্ষিপ্ত

ফের এক নতুন রোগ বাসা বাঁধল শরীরে। সদ্য হিয়া খান নিজের শারীরিক অবস্থার কথা জানালেন ভক্তদের। মিউকোসাইটিস রোগে আক্রান্ত তিনি।  

ক্যান্সারের তৃতীয় ধাপ চলছে। চলছে চিকিৎসা। এরই মাঝে ফের এক নতুন রোগ বাসা বাঁধল শরীরে। সদ্য হিয়া খান নিজের শারীরিক অবস্থার কথা জানালেন ভক্তদের।

জানালেন,মিউকোসাইটিস রোগে আক্রান্ত তিনি। কেমোথেরাপির আরেকটা পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে মিউকোসাইটিস। যদিও প্রতি পদে চিকিৎসকদের পরামর্শ মেনে চলঠি সেরে ওঠার জন্য। আপনাদের মধ্যে কেই যদি এই রোগের সঙ্গে যুঝে থাকেন, তাহলে দয়া করে এর সঠিক সমাধানের উপায় বালতে দিন আমাকে। করজোরে বাঁচার আর্তি জানিয়ে পোস্টে আরও লেখেন, সত্যিই খুব কষ্ট হচ্ছে, কিচ্ছু খেতে পারছি না। আপনারা কেউ যদি সমাধানের উপায় বলে দেন, তাহলে আমার খুব ভালো হয়।

জানা গিয়েছে, মিউকোসাইটিস হল মুখগহ্বর এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টে এক ধরনের সংক্রমণ। রেডিয়েশন বা কেমোথেরাপির মতো ক্যান্সারের চিকিৎসার একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। যদিও মিউকোসাইটিস অস্থায়ী এবং সাধারণত নিজেই নিরাময় হয়ে যায়। তবে, এটি বেদনাদায়ক হতে পারে। এবম কিছু ঝুঁকিও তৈরি করতে পারে।

জানা গিয়েছে, অভিনেত্রীর পাঁচটি কেমো হয়েছে। এখনও বাকি তিনটি। আগামী দিনগুলো হিনার জন্য আরও কঠিন হতে পারে। শোনা যাচ্ছে, তিনি চিকিৎসার কারণে বিদেশ গিয়েছেন। আবার অনেকে বলছেন তিনি অন্য কোনও প্রোজেক্টের কাজে বিদেশ গিয়েছেন। সেই বিষয় এখনও কিছু জানা যায়নি। তবে, বেশ কিছুদিন ধরে শারীরিক জটিলতার মধ্যে দিন কাটছে নায়িকার। হঠাৎ ধরা পড়ে তিনি ক্যান্সারে আক্রান্ত। এখন চলছে তার চিকিৎসা। এরই মাঝে তাঁর শরীরে বাসা বাঁধল নতুন রোগ। 

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

মহারাষ্ট্র পৌরসভা নির্বাচনে সপরিবারে ভোট দিতে গেলেন আমির খান, কী বললেন অভিনেতা
শাহরুখ খানের রেস্তোরাঁয় আলিয়া-রণবীরের নাচ, মুহূর্তে ভাইরাল হল ভিডিও