"হয়তো এই জনমে আর দেখা হবে না" হিনা খানের পোস্ট দেখে কেঁদে ভাসালেন অনুরাগীরা! হঠাৎ কেন এমন লিখলেন অভিনেত্রী?

"হয়তো এই জনমে আর দেখা হবে না" হিনা খানের পোস্ট দেখে কেঁদে ভাসালেন অনুরাগীরা! হঠাৎ কেন এমন লিখলেন অভিনেত্রী?

Anulekha Kar | Published : Oct 23, 2024 4:19 AM IST / Updated: Oct 23 2024, 10:22 AM IST
18

মারণ রোগ ক্যান্সারের সঙ্গে বহুদিন লড়াই করছেন হিনা খান। ইতিমধ্যেই সেই লড়াইয়ের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি অনুরাগীদের সঙ্গে।

28

চিরকালই তিনি সুস্থতা নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন। কোনও দিনই তাঁর এই রোগ মোকাবিলার সফরে তাঁকে ভেঙে পড়তে দেখা যায়নি।

38

হাসিমুখে একের পর এক কঠিন পরিস্থিতির কথা তিনি ভাগ করে নিয়েছেন। এও বলেছেন যে তিনি পারবেন।

48

তবে এবার হিনা খানের ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে গেলেন নেট পাড়ার বাসিন্দারা। হঠাৎ কেন এমন পোস্ট শেয়ার করলেন হিনা?

58

ভয়ঙ্কর রোগের চিকিৎসাচলাকালীনই তিনি বিদেশে বেড়াতে গিয়েছেন। আর সেখান থেকেই এই পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী।

68

একটি পোস্টে সমুদ্রে ডাইভিং উপভোগ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন যে এটা তাঁকে শান্তি দেয়।

78

এরপরেই তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে বাজছে "লগজা গালে সে " আর অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন "সায়দ ইস জনম মে মুলাকাত হো না হো" হয়তো এই জন্মে আর দেখা হবে না।

88

ব্যাস তারপরেই চোখে জল এসেছে নেটপাড়ার বাসিন্দাদের। হঠাৎ কেন এই গানের লাইন শেয়ার করলেন অভিনেত্রী? তাই নিয়ে প্রশ্ন জেগেছে নেটিজেনদের মনে।

Share this Photo Gallery
click me!

Latest Videos