Holi 2025: কেমন হোলি কাটালেন অমিতাভ, শিল্পা শেট্টি? তারকাদের সেলিব্রেশন দেখলে তাক লেগে যাবে

Published : Mar 14, 2025, 03:13 PM ISTUpdated : Mar 14, 2025, 03:57 PM IST

কেমন হোলি কাটালেন অমিতাভ, শিল্পা শেট্টি? তারকাদের সেলিব্রেশন দেখলে তাক লেগে যাবে

PREV
18

দেশজুড়ে হোলির ধুম। এই উৎসবে বলিউড তারকারাও পিছিয়ে নেই। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শিল্পা শেট্টি সকলেই মেতে উঠেছেন রঙের খেলায়।

28

শিল্পা শেট্টি তাঁর ছেলে ভিয়ানের সঙ্গে রঙের খেলায় মেতেছেন। মা ও ছেলে দুজনেই একসঙ্গে নাচছিলেন।

48

বিয়ের পর এটি সোনাক্ষী সিনহার প্রথম হোলি। এই বিশেষ দিনে তাঁকে রঙের সঙ্গে খেলতে দেখা গিয়েছে।

58

অঙ্কিতা লোখান্ডে তাঁর স্বামী ভিকি জৈনের সঙ্গে চুটিয়ে নেচেছেন। দুজনকে দারুণ আনন্দে নাচতে দেখা গিয়েছে।

68

নেহা কক্কর রংয়ের বদলে ফুল দিয়ে হোলি খেলেছেন। পরিবারের সঙ্গে ফুলের ছবি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। 

78

কৃতি স্যাননকে রঙের পোশাকে দেখা গেল। লাড্ডু খাওয়ার সময় তাঁর ছবি ভাইরাল হয়েছে। 

88

মা হওয়ার পর দেবোলিনা ভট্টাচার্যের প্রথম হোলি। তিনি তাঁর স্বামীর সঙ্গে প্রচুর রং ও আবির উড়িয়েছেন।

click me!

Recommended Stories