রাঘবের সঙ্গে বিয়ের প্রশ্ন শুনেই লজ্জায় রাঙা পরিণীতি, নায়িকার উত্তর শুনে জল্পনা শুরু বলিপাড়ায়

বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়ছে। জল্পনার মধ্যেও বুধবার পাপারাৎজিদের মুখোমুখি হলেন পরিনীতি চোপড়া।

বলিউডের অন্দর হোক বা সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া এখন নেটদুনিয়ার হটকেক। আর হবে নাই বা কেন দেশের সর্বকনিষ্ঠ সাংসদ হ্যান্ডসাম হাঙ্ককে রাঘব চাড্ডার প্রেমে যে পড়েছেন নায়িকা। তার উপর আবার সম্পর্ককে শিলমোহর দিয়েছেন রাজনীতিবিদ সঞ্জীব আরোরা। তাও আবার গোপনে নয়, বরং প্রকাশ্যে টুইটারে টুইট করে রাঘব ও পরিণীতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এই টুইট দেখার জোর জল্পনা শুরু হয়েছে। প্রেমের জল্পনায় শিলমোহর দিয়েছেন রাজনীতিবিদ। শুধু প্রেম নয়, বরং রাঘব ও পরিণীতি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন শীঘ্রই, তার ইঙ্গিতও আম আদমি পার্টির নেতা সঞ্জীব আরোরার টুইটে ধরা পড়েছে। যা পুরো ব্যাপারটাকে আরও আকর্ষক করে তুলেছে।

বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়ছে। বলিপাড়ার অন্দরে কান পাতলেই আপ নেতা রাঘব ও পরিণীতির প্রেমের কেচ্ছা শোনা যাচ্ছে। তবে নিজেরা পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট। রাজনীতিবিদ সঞ্জীব আরোরার টুইট দেখে সকলেই মনে করছেন বাগদান হয়ে গেছে পরিণীতির। জল্পনার মধ্যেও বুধবার পাপারাৎজিদের মুখোমুখি হলেন পরিনীতি চোপড়া। বিমানবন্দর থেকে বেরানোর সময় অভিনেত্রীকে ঝেঁকে ধরেন পাপারাৎজিরা।' ম্যাম আপনার বিয়ে কবে?',  ‘ম্যাম যেটা শোনা যাচ্ছে এটা ক সত্যি?’, ‘পরী ম্যাম রাঘব স্যারের বিষয়ে কিছু বলুন’-এরকম নানা প্রশ্ন পরিণীতিকে করতে থাকেন ফোটোগ্রাফারকে। এই প্রশ্নের কোনও উত্তরই দেননি অভিনেত্রী। তবে উত্তর না দিলে মাঝে একবার ‘হুম’ বলেই তাড়াতাড়ি গাড়িতে উঠে যান পরিনীতি। পরিণীতির বলা ‘হুম’ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তার মানে শীঘ্রই চারহাত এক হতে চলেছে রাঘবের সঙ্গে, তেমনটাই শোনা যাচ্ছে।

Latest Videos

 

 

 

পরিণীতির প্রেমের জল্পনা শুনেই অনেকেই মনে করছেন স্বরার পথেই হাঁটতে চলেছেন বলি নায়িকা। ফের রাজনীতি ও বলিউডের এক হতে চলেছে। যুব নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করে যেমনটা করেছেন স্বরা ভাস্কর। পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রাঘবকেই নাকি মন দিয়েছেন পরিণীতি, তেমনটাই শোনা যাচ্ছে। বিলেত থেকে পড়াশোনা করে দেশে ফিরেছিলেন। অন্না হাজারের হাত ধরে মাত্র ২৩ বছর বয়সে রাজনীতির ময়দানে পা রাখেন। উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান রাঘব। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করে ফিরে রাজনীতিতে যোগ দেন রাঘব। তেমনই পরিণীতি চোপড়াও বিদেশে পড়াশোনা করেন। তবে কি বিদেশ পড়াশোনার সূত্র ধরেই দুজনের আলাপ। ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুল থেকে পাশ করেছেন পরিণীতি। জানা যাচ্ছে, রাঘবের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব পরিণীতির। রাঘবের সঙ্গে বন্ধুত্ব থেকেই প্রেম হয়েছে। সূত্র বলছে, বিয়ের কথাবার্তাও নাকি পাকা হয়ে গিয়েছে। পরিবারে বিয়ের আলোচনা শুরু হয়েছে। খুব শীঘ্রই নাকি গাটছড়া বাঁধবেন। প্রেম নিয়ে প্রশ্নের মুখেও পড়েছেন আপ নেতা রাঘব। একদিকে প্রেম অন্যদিকে বিয়ে, এই জল্পনার মধ্যেই বলিউডের স্বণামধন্য ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রার বাড়িতে ঢুকতে দেখা গেছে পরিণীতি চোপড়াকে। যা দেখেই দুইয়ে দুইয়ে তার করে ফেলেছেন নেটিজেনরা। আপতত বিয়ের খবরের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

 

Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari