নতুন বছরেই প্রেমিকা সাবার সঙ্গে গাটছড়া বাঁধবেন হৃত্বিক, জন্মদিনেই এল বিয়ের সুখবর

৪৯-এ পা দিলেন বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশন। ৫০-এর কোটায় দাঁড়িয়ে দুই সন্তানের বাবা হয়েও হাঁটুর বয়সী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে শিরোনামে হৃত্বিক রোশন। জন্মদিনের দিনই এল বিয়ের সুখবর। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন হৃত্বিক ও সাবা।

Web Desk - ANB | Published : Jan 10, 2023 9:18 AM IST
19

হৃত্বিক  মানেই টানটান উত্তেজনা। প্রতি বারের জন্মদিনেই কোনও না কোনও বড় চমক নিয়ে হাজির হন অভিনেতা। এবারের জন্মদিনেও বড় চমক নিয়ে হাজির হয়েছেন হৃত্বিক রোশন। জন্মদিনেই এল বিয়ের সুখবর।

29

৪৯-এ পা দিলেন বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশন। ৫০-এর কোটায় দাঁড়িয়ে দুই সন্তানের বাবা হয়েও হাঁটুর বয়সী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে  শিরোনামে  হৃত্বিক রোশন। সূত্র থেকে জানা যাচ্ছে  চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন হৃত্বিক ও সাবা।
 

39


বলিউডে বিয়ের মরশুম। একের পর এক বিয়ের খবরে মাতোয়ারা বি-টাউন।রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই ফের বলিউডে ধামাকাদার বিয়ের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ভক্তরা।  ইতিমধ্যেই হৃত্বিক রোশন ও সাবা আজাদের সম্পর্ক এখন বলিউডের টক অফ দ্য টাউন। 

49

বয়সে ছোট সাবার সঙ্গে দীর্ঘদিন ধরেই ডেটিং করছেন বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন। ইতিমধ্যেই হৃত্বিকের পরিবারও মেনে নিয়েছেন সাবাকে। প্রথম থেকেই খুল্লামখুল্লা প্রেমে মজেছিলেন হৃত্বিক ও সাবা। বর্তমানে লিভ-ইনেও থাকছেন বলিউডের গ্রিক গড।

59

সূত্র থেকে জানা গিয়েছে, নতুন ফ্ল্যাট কিনেছেন অভিনেতা। এবার জানা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সাবা। প্রাক্তন স্ত্রী সুজানের উপস্থিতিতেই কি তবে সাবার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন হৃত্বিক রোশন।

69


ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, সুজানের সঙ্গে বিচ্ছেদের পর সাবার সঙ্গে অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন হৃত্বিক। দুই ছেলে রেহান-হৃদানও সাবাকে খুবই ভালবাসে। এবং রোশন পরিবারও খুব খুশি তাদের এই সম্পর্কে। গোটা পরিবারের উপস্থিতিতে চারহাত এক হবে হৃত্বিক ও সাবার।

79

এই মুহূর্তে হাতে একগুচ্ছ কাজ রয়েছে। হাতের কাজ শেষ করেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। তবে হৃত্বিকের বিয়েতে সুজান উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি। বিচ্ছেদের পরও দুজনের বন্ধুত্বও এখনও অটুট। ১৪ বছর সম্পর্ক ভাঙার পর এবার পাকাপাকি ভাবে নিজের জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন।
 

89

এবার বলিউডের অন্দরে কান পাতলেই বিয়ের জল্পনা শোনা যাচ্ছে। চর্চিত প্রেমিকা সাবার সঙ্গে শীঘ্রই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন হৃত্বিক রোশন। কবে গাটছড়া বাঁধছেন হৃত্বিক ও সাবা,তা নিয়ে সরগরম নেটদুনিয়া।
 

99

 ইতিমধ্যেই হৃত্বিক ও সাবার সোশ্যাল মিডিয়া পিডিএ নজর কেড়েছে নেটিজেনদের।প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গেও সাবার বেশ ভাল সম্পর্ক রয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos