হৃতিক থেকে করিনা- বর্তমানে খ্যাতির শীর্ষে থাকলেও, এক সময় এদের Overacting-এ বিরক্ত হয়েছেন দর্শক, রইল ১০ তারকার কথা

তারকা সন্তান হোক কিংবা সাধারণ পরিবারের কেউ- বলিউডে খ্যাতি পেতে গেলে পরিচয় দিতে হবে অভিনয় দক্ষতার। আজ রইল এই ১০ তারকার কথা। বর্তমানে খ্যাতির শীর্ষে থাকলেও এক সময় এদের Overacting-এ বিরক্ত হয়েছেন দর্শকেরা। একাধিক ছবিতে Overacting করেছিলেন এই সকল তারকা> 

Sayanita Chakraborty | Published : Jul 21, 2023 1:17 PM
110

হৃতিক রোশন

বলিউডের সেরা অভিনেতার তালিকায় স্থান পান হৃতিক রোশন। তাঁর নাচ থেকে অভিনয়ে মুগ্ধ সকল ভক্ত। তবে, কেরিয়ারের শুরুর দিকে একাধিকবার ওভার অ্যাক্টিং করতে দেখা গিয়েছে তাঁকে। ম্যায়নে প্রেম কি দিওয়ানি হু ছবিতে তাঁর ওভার অ্যাক্টিং-এ বেশ বিরক্ত হয়েছেন ভক্তরা।

210

করিনা কাপুর খান

বলিউডের সেরা নায়িকার তালিকায় আছেন বেবো ওরফে করিনা কাপুর খান। তবে, ম্যায়নে প্রেম কি দিওয়ানি হু ছবিতে তাঁর ওভার অ্যাক্টিং-এ বিরক্ত হয়েছেন সকল ভক্ত। তেমনই কভি খুশি কভি গম ছবির এক দৃশ্যে ওভার অ্যাক্টিং করেছিলেন নায়িকা। একথা নিজেই জানান করণ জোহর।

310

আমিশা প্যাটেল

এমন ওভার অ্যাক্টিং নায়িকাদের তালিকায় আছেন আমিশা প্যাটেল। আপ মুঝে আচ্ছে লগতে হ্যায় ছবিতে ওভার অ্যাক্টিং করেছিলেন। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক হিট ছবি। তবে, আমিশা প্যাটেলকে অভিনয় অনেকেই পছন্দ করেন না। অনেকের মতে তিনি প্রায়শই ওভার অ্যাক্টিং করে থাকেন।

410

ক্যাটরিনা কইফ

ক্যাটরিনা কইফ-ও একবার ওভার অ্যাক্টিং-র কারণে খবরে আসেন। তিস মার খান ছবিতে ওভার অ্যাক্টিং করতে দেখা গিয়েছে নায়িকাকে। ফারহা খান পরিচালনা করেছিলেন ছবিটি। এই ছবির অনেক দৃশ্যেই ক্যাটরিনার অভিনয়ে বিরক্ত হন দর্শকেরা।

510

শাহরুখ খান

বলিউডের সেরা নায়ক হলেও এক সময় ওভার অ্যাক্টিং করতে দেখা গিয়েছে শাহরুখ খানকে। ডুপলিকেট ছবিতে শাহরুখ খানের অভিনয় দেখে বিরক্ত হন তাঁর ভক্তরা। ১৯৯৮ সালে মুক্তি পায় ছবিটি। অনেকেই বলেন ছবিতে ওভার অ্যাক্টিং করেছিলেন বাদশা।

610

অজয় দেবগণ

তালিকায় আছেন অজয় দেবগণের মতো খ্যাতনামা স্টার। বিভিন্ন চরিত্রে আমরা দেখেছি তাঁকে। অ্যাকশন থেকে কমেডি কিংবা ড্রামা- সব ধরনের চরিত্রে সফল হয়েছেন। তবে, হিম্মতওয়ালা ছবিতে তাঁর অভিনয় তেমন দাগ কাটতে পারেনি দর্শক মনে। অনেকেই বলেন ওভার অ্যাক্টিং করেছিলেন অজয়।

710

জ্যাকলিন ফার্নান্ডেজ

মিসেস সিরিয়াল কিলার ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজের অভিনয় দেখে হতাশ হন তাঁর ভক্তরা। অধিকাংশই দাবি করেন ওভার অ্যাক্টিং করেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। তেমনই আ ফ্লাইং জাঠ ছবিতেও তেমন সাড়া ফেলতে পারেনি জ্যাকলিন ফার্নান্ডেজের অভিনয়।

810

মনোজ বাজপেয়ী

মনোজ বাজপেয়ীরে মতো খ্যাত নামা অভিনেতাও সামিল আছেন এই তালিকায়। মিসেস সিরিয়াল কিলার ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। আর এই ছবিতে তাঁর অভিনয় দেখে অনেকেই বলেন তিনি ওভার অ্যাক্টিং করেছিলেন। তাঁর অভিনয় দেখে হতাশ হন তার ভক্তরা।

910

টুইঙ্কেল খান্না

বলিউডে খুব বেশিদিন কাজ করেননি টুইঙ্কেল খান্না। রাজেশ খান্না ও ডিম্পলের মেয়ে হওয়া সত্ত্বেও সেভাবে অভিনেত্রী হিসেবে নাম করতে পারেননি। তাঁর অভিনীত একাধিক ছবি ফ্লপ করে। তেমনই মেলা ছবিতে টুইঙ্কেল খান্নার ওভার অ্যাক্টিং নজর কাড়ে সকলে।

1010

অনন্যা পান্ডে

বলিউডের প্রথম সারির নায়িকার তালিকায় স্থান পেলেও অনন্যার অভিনয় সেভাবে কখনোই প্রশংসিত হয়নি। বরং, ওভার অ্যাক্টিং-র জন্য দর্শকদের খারাপ নজরে এসেছেন অনন্যা পান্ডে। চাঙ্কি পান্ডের কন্যা অনন্যার স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ছবি দেখে বিরক্ত ভক্তরা। অধিকাংশ বলেন ওভার অ্যাক্টিং করেছিলেন অনন্যা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos