তু ঝুটি ম্যায় মক্কার ছবির প্রচারের জন্য রবিবার কলকাতায় এসেছিলেন অভিনেতা রনবীর কাপুর । সেখনে সাংবাদিক সম্মেলনে জানান তাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বয়োপিকের জন্য প্রস্তাবই দেওয়া হয়নি ।
৮ই মার্চ মুক্তি পাবে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ | এই ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন অভিনেতা রনবীর কাপুর | সেখানে সাংবাদিক দের মুখোমুখি হন রনবীর | দাদার বয়োপিক নিয়ে প্রশ্ন করা হলে রনবীর জানান তাকে প্রস্তাবই দেওয়া হয়নি | পাশাপাশি জানান তিনি আপাতত কিশোর কুমারের বায়োপিক নিয়ে কাজ করছে | এছাড়াও জানান কলকাতা অন্যতম প্রিয় শহর তার | পাঠান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানান ‘পাঠান যা করতে পেরেছে, ফিল্ম ইন্ডাস্ট্রির সেটা দরকার ছিল’ |