উন্মুক্ত পোশাক বাদ দিয়ে একেবারে সর্বাঙ্গ ঢাকা আবায়া পরে পাপারাজ্জিদের সামনে ধরা দিলেন রাখি সাওয়ান্ত । এরপর তিনি জানান তিনি শয়তানদের শেষ করে তবেই শুনবেন ।
সদ্য উমরাহ সেরে ফিরেছেন রাখি সাওয়ান্ত । হজ থেকে ফিরে একেবারে ভোল বদলে ফেললেন রাখি । উন্মুক্ত পোশাক বাদ দিয়ে একেবারে সর্বাঙ্গ ঢাকা আবায়া পরে পাপারাজ্জিদের সামনে ধরা দিলেন তিনি । তিনি জানান উমরাহ গিয়ে তার শক্তি বেড়ে গেছে । তিনি এই শক্তি দিয়ে শয়তানদের শেষ করবেন ।