বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন রানি মুখোপাধ্যায় । লাল পেড়ে ঘিয়ে শাড়িতে একেবারে বাঙালি সাজে রানি।
বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন রানি মুখোপাধ্যায় । লাল পেড়ে ঘিয়ে শাড়িতে একেবারে বাঙালি সাজে রানি। পুজোর শেষ দিনে ঢাকের তালে মেতে উঠলেন বলি তারকা । উত্তর মুম্বই-এ দুর্গাপুজোর শেষ দিনে চাঁদের হাট। সিঁদুর খেলায় থেকে ধুনুচি নাচে মাতলেন সেলেবরা ।