উরফির জুটল না পোশাক। কোনও টপ পরেননি নায়িকা। গলা দিয়ে ঝুলিয়েছেন কি বোর্ড।
উরফির জুটল না পোশাক। শেষে স্তন ঢাকলেন কিবোর্ড দিয়ে। সদ্য নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে কালো রঙের ট্রাউজারে দেখা গেল উরফিকে। ট্রাউজারে রয়েছে কিবোর্ডের প্রিন্ট। এদিকে কোনও টপ পরেননি নায়িকা। গলা দিয়ে ঝুলিয়েছেন কি বোর্ড। এই কিবোর্ড দিয়ে ঢেকেছেন বক্ষ।