মালা বিক্রেতা থেকে আল্লুর নায়িকা, ‘পুষ্পা ৩’ দিয়ে বিনোদন জগতে পা রাখবেন মালা বিক্রেতা মোনালিসা?

Published : Jan 22, 2025, 07:51 AM IST
allu arjun pushpa 3 big update

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মালা বিক্রেতা মোনালিসা নাকি অভিনয়ের ডাক পেয়েছেন, তাও আবার পুষ্পা ৩-তে! কুম্ভ মেলায় ছবি ভাইরাল হওয়ার পর ইউটিউব চ্যানেল খুলেছেন এবং লুকে বদল এনেছেন।

সোশ্যাল মিডিয়ায় কদিন ধরে ঘোরা ফেরা করছে মোনালিসার খবর। ইন্দোরের এই ষোড়শীর চোখের মায়ায় বুঁদ হয়েছে তামাম দেশবাসী। সমাজমাধ্যম জুড়ে শুধুই তিনি। ভাবছেন নিশ্চিয়ই ইনি কে? ইনি হলেন মালা বিক্রেতা মোনালিসা। যার হদিশ মিলেছে কু্ভ মেলায়। তাঁর খ্যাতি হঠাৎ করে এতটাই বেড়ে গিয়েছে যে মালা বিক্রিই হচ্ছিল না। সে কারণে সে মেলা ছেড়ে চলে যায়। জানা গিয়েছে, হঠাৎ করে তাঁর খ্যাতি এতটাই বেড়েছে যে তিনি নাকি ডাক পেলেন অভিনয় করার জন্য। তাও আবার পুষ্পা ৩-র মতো ছবিতে।

তিনি প্রতি বছর কুম্ভ মেলায় আসেন। নানা রকম পাথর দিয়ে তৈরি রকমারি মালা বিক্রি করেন। ভালোই বিক্রি করেন। এবার হল বিপত্তি। ২০২৫ সালে মেলায় এক যুবক তাঁর ছবি তুলে পোস্ট করে দেয় সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকে কমেছে বিক্রি। এদিকে বাবা-মা, তুতো ভাই-বোন নিয়ে সংসার মেয়েটির। পড়াশোনা এক বর্ণও শেখেনি। এতে যদিও কার কোনও আক্ষেপ নেই। মালা বিক্রি করে ভালোই কাটাত এতদিন। এবার ঘটল বিপত্তি।

 

 

তবে, এবার শোনা যাচ্ছে মালা বিক্রি ছেড়ে নতুন পেশা বেছে নিয়েছেন। নিজের ইউটিউব চ্যালেন খুলেছেন। এখানেই শেষ নয়। নিজের লুকে বদল এনেছেন। যা দেখে আপনি নিজেই চিনতে পারবেন না। অল্প দিনে আরও ভাইরাল হয়েছেন। এবার শোনা যাচ্ছে বড় পর্দায় পা রাখবেন এই মালা বিক্রেতা। তাও অল্লু অর্জুনের নায়িকা হবেন। এ যেন পুরো ছবির মতো।

সদ্য এমনই খবর সর্বত্র। তবে, সময় বলবে সে সত্যিই আল্লু অর্জুনের নায়িকা হল কি না। সদ্য মুক্তি পেয়েছে পুষ্পা ২। সেই ছবিও ব্যাপক সফল হয়েছে। ছবির গল্প থেকে তারকাদের অভিনয় সঙ্গে গান সব মিলিয়ে সুপার ডুপার হিট। এবার আসতে পারে পুষ্পা ৩। ফের আল্লু অর্জুন ও রশ্মিকার জুটি দেখার সুযোগ হবে দর্শকদের। এবার শোনা যাচ্ছে সে ছবিতেই দেখা দেবেন এই কুম্ভ মেলার মোনালিসা।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?