জাহ্নবী কাপুরের ফ্যাশন স্টেটমেন্ট সকলের নজর কাড়ে। তবে, তার বোন অভিনেত্রী খুশি কাপুরও এর ব্যতিক্রম নন। সদ্য ছুটি কাটাতে গিয়েছেন তাঁরা। ভাইরাল হল সেখানের ছবি।
জাহ্নবী এবং খুশি ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। সকলে তাদের পোশাকের প্রতিও আকৃষ্ট হয়েছি। জাহ্নবী একটি ফিরোজা নীল বিকিনি বেছে নিয়েছেন। অন্যদিকে, খুশি একটি পরেছেন কমলা রঙের পোশাক।
খোলা চুলে নজর কেড়েছেন খুশি কাপুর। লাল বিকিনিতে দেখা গিয়েছে তাঁকে।
জাহ্নবী কাপুর এর আগে একটি ছুটিতে একটি কোরাল নীল বিকিনি টপ এবং ডেনিম স্কার্টে সকলের নজর কেড়েছিলেন।
একটি ছবিতে কালো পোশাকে দেখা গিয়েছে নায়িকা। চোখে রোদ চশমা। সকলের নজর কেড়েছেন অভিনেত্রী।
খুশি কাপুর নজর কেড়েছেন এই ছবিতে জিন্স ও ব্রা কাটিং টপে দেখা গিয়েছে তাঁকে। চোখে চশমা। বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল নায়িকাকে।
এই ছবিতে খুশির হাসি মন কেড়েছে সকলের। সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন নায়িকা। তাঁর ছবি মুহূর্তে হল ভইরাল।
Sayanita Chakraborty