লাল ভেলভেট গাউনে নজর কাড়লেন জাহ্নবী কাপুর, তাঁর লুক ভাইরাল নেট দুনিয়ায়, রইল ছবি

লাল ভেলভেট গাউনের একটা কালজয়ী আবেদন আছে। একসময় ইংল্যান্ডের রানী এলিজাবেথও এই লাল ভেলভেট গাউন পরতেন। এখন বলিউডের সুন্দরীদের হট ফেভারিট। 

Sayanita Chakraborty | Published : Dec 28, 2024 4:42 PM
18

ঝলমলে আলো, মৃদু সঙ্গীত.. সুন্দরী এক তরুণী হেঁটে আসছে, ছেলেরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে।

28

বলিউড অভিনেত্রীরা র‍্যাম্পে বা বিমানবন্দরে নতুন স্টাইলে হাজির হলে অনেকেই তাঁদের পোশাকের দাম অনুসন্ধান করেন। এখন বলিউড অভিনেত্রীদের পোশাক ট্রেন্ডিং।

38

লাল ভেলভেট গাউনের একটা কালজয়ী আবেদন আছে। একসময় ইংল্যান্ডের রানী এলিজাবেথও এই লাল ভেলভেট গাউন পরতেন। এখন বলিউডের সুন্দরীদের হট ফেভারিট। 

48

জাহ্নবী কাপুর লাল ভেলভেট গাউনে আকর্ষণীয় ফটোশুট করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোশাক ট্রেন্ডিং।

58

জাহ্নবী কাপুর আবারও হট ফটোশুটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আলোচনায়। এবার তাঁর মা শ্রীদেবীর মতো ফটোশুট করেছেন। 

68

ন্যুড নেটেড ক্রিমি গাউনে জাহ্নবী ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। 'ইন দ্য গার্ডেন অফ দ্য ইডেন' ক্যাপশন সহ জাহ্নবী ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন।

78

জাহ্নবীর ছবি দেখে অনুরাগীরা 'সোনার রানী', 'সোনার অপ্সরা' বলে প্রশংসা করেছেন। তাঁর এই নতুন লুক 'মি.ইন্ডিয়া' ছবির 'হাওয়া হাওয়াই' গানের শ্রীদেবীর মতো। 

88

সম্প্রতি চেন্নাইয়ের শ্রীদেবীর পুরনো বাড়িতে জাহ্নবী অনুরাগীদের সাথে সাক্ষাৎ করেছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos