হুমকির জের, কলকাতায় বাতিল হল জাভেদ আখতারের অনুষ্ঠান, আপত্তি কট্টর ইসলামী সংগঠনের

Published : Sep 02, 2025, 07:37 AM IST
Javed Akhtar On Bollywood Silence On Operation Sindoor

সংক্ষিপ্ত

"উর্দু ইন হিন্দি সিনেমা" উৎসবে জাভেদ প্রধান অতিথি ছিলেন। তা বাতিল হল। অনুষ্ঠান বাতিল করে দিল পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি। সোমবার একটি সাহিত্য উৎসবের প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল জাভেদ আখতারের।

কলকাতায় বাতিল হল জাভেদ আখতারের অনুষ্ঠান। অনুষ্ঠান বাতিল করে দিল পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি। সোমবার একটি সাহিত্য উৎসবের প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল জাভেদ আখতারের। এই খবর প্রকাশ্যে আসতে কট্টর ইসলামী সংগঠন আপত্তি জানায়। এরপরই সম্পূর্ণ অনুষ্ঠান বাতিল করে দেয় উর্দু অ্যাকাডেমি। তবে, এই কথা মানতে নারাজ উর্দু অ্যাকাডেমি।

তাদের দাবি অনিবার্য কারণ বশত অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। জানা গিয়েছে, উর্দু ইন হিন্দি সিনেমা এই শিরোনামে সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি। বলিউড ছবিতে কীভাবে উর্দু ভাষাকে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে হত আলোচনা। সঙ্গে কবিতাপাঠ, আবৃত্তি ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয় জাভেদ আখতারকে। ১ সেপ্টেম্বর আসার কথা ছিল। এই খবর সামনে আসতেই শুরু হয় বিতর্ক। কট্টর ইসলামী সংগঠন আপত্তি জানায়। তাদের দাবি ছিল ঈশ্বর ও ধর্মের বিরুদ্ধে কথা বলেন এমন কাউকে আনা যাবে না। এর আগেও ঘটেছিল এমন ঘটনা। এবার সুর উঠেছিল তসলিমা নাসরিনের বিরুদ্ধে। এবার বিরোধিতা জাভেদ আখতারকে নিয়ে।

এই নিয়ে কলকাতায় গবেষখ সাবির আহমেদ বলেন, মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। কেউ ধর্মিক হতে পারে কিংবা নাস্তিক। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ কিছু বলেছেন বলেই তাঁর অনৃুষ্ঠান বাতিল করে দেওয়া উচতি নয়। আমরা অসহিষ্ণু হয়ে উঠছি।

সব মিলিয়ে বাতিল হল অনু্ষ্ঠান। সোমবার একটি সাহিত্য উৎসবের প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল জাভেদ আখতারের। সেই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়। কারণ জাভেদ আখতারের আসার খবর চাওর হতেই আপত্তি তোলে কট্টর ইসলামী সংগঠন। মূলত তাদের দেওয়া হুমকির কারণে বন্ধ হয়ে গেল অনুষ্ঠান। একথা মানতে নারজ পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি। বিতর্ক থেকে দূরে থাকতে এই সিদ্ধান্ত মিল সংস্থা। এমনই মত সকলের।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত