Shefali Jariwala: কারণ অজানা, ৪২ বছর বয়সেই প্রয়াত 'কাঁটা লাগা' খ্যাত শেফালি জারিওয়ালা

Published : Jun 28, 2025, 01:34 AM ISTUpdated : Jun 28, 2025, 01:44 AM IST
Shefali Jariwala

সংক্ষিপ্ত

Kaanta Laga Girl: প্রায় আড়াই দশক আগে ভারতে যখন ইন্ডি পপ, ডিজে মিউজিক জনপ্রিয় হচ্ছে, সেই সময় খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)। তিনি 'কাঁটা লাগা গার্ল' হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। এবার সেই শেফালি প্রয়াত হলেন।

Shefali Jariwala Passes Away: মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত হলেন নৃত্যশিল্পী, অভিনেত্রী ও মডেল শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)। তিনি বলিউডের (Bollywood) ছবি, ওয়েব সিরিজে (Web series)  অভিনয় করেছেন। 'বুগি উগি' (Boogie Woogie), 'নাচ বলিয়ে' (Nach Baliye 5, Nach Baliye 7), 'বিগ বস' (Bigg Boss 13), 'শয়তানি রসমে'-র (Shaitani Rasmein) মতো শো ও সিরিজে যোগ দিয়েছেন। তবে তিনি সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন ডিজে ডলের (DJ Doll) 'কাঁটা লাগা' (Kaanta Laga) রিমিক্স গানে নাচের জন্য। ২০০২ সালে মুক্তি পায় এই মিউজিক ভিডিও। সেই সময় সারা দেশে ঝড় তুলেছিলেন শেফালি। এরপর ২০০৪ সালে মুক্তি পাওয়া বলিউডের ছবি 'মুঝসে শাদি করোগি'-তে (Mujhse Shaadi Karogi) অভিনয় করেন। তবে পরবর্তীকালে এই জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি শেফালি।

ঠিক কী হয়েছিল শেফালির?

শুক্রবার শেফালিকে মুম্বইয়ের (Mumbai) বেলেভ্যু মালটিস্পেশালিটি হসপিটালে (Bellevue Multispeciality Hospital) নিয়ে যান তাঁর স্বামী অভিনেতা পরাগ ত্যাগী (Parag Tyagi)। তাঁর সঙ্গে আরও তিনজন ছিলেন। তবে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, আগেই মৃত্যু হয় এই শিল্পীর। ঠিক কী কারণে শেফালির মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তাঁর শেষকৃত্য কবে ও কোথায় হবে, সে বিষয়েও কিছু জানা যায়নি।

অক্ষয় কুমার, সলমন খানের সঙ্গে অভিনয় করেছেন শেফালি

'মুঝসে শাদি করোগি' ছবিতে শেফালির চরিত্রের নাম ছিল 'বিজলি'। এই ছবিতে অভিনয় করেন অক্ষয় কুমার (Akshay Kumar), সলমন খান (Salman Khan), প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। এরপর অবশ্য বলিউডের অন্য কোনও ছবিতে কাজ করার সুযোগ পাননি শেফালি। ২০১১ সালে মুক্তি পাওয়া কন্নড় ছবি 'হুডুগাড়ু'-তে (Hudugaru) অভিনয় করেন তিনি। এই শিল্পী মানসিক স্বাস্থ্য সচেতনতা (Mental health awareness), মহিলাদের ক্ষমতায়নের (Women Empowerment) প্রচার করেছেন। এই শিল্পী হঠাৎ এভাবে প্রয়াত হওয়ায় বিনোদন জগতে শোকের আবহ তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত