আদর-আলেখার বিয়ের পার্টিতে কারিনা-সাইফের জমকালো উপস্থিতি! দেখুন ছবি

Published : Feb 22, 2025, 01:24 AM IST

করিনা ও সাইফ রাজকীয় ভঙ্গিতে উপস্থিত হয়েছিলেন আদর জৈনের বিয়েতে। লাল শাড়িতে করিনা এবং কালো শেরওয়ানিতে সাইফ পাপারাজ্জিদের পোজ দিয়েছেন। সম্প্রতি ঘটে যাওয়া এক দুর্ঘটনার পর দুজনেই প্রথমবার একসাথে দেখা দিলেন।

PREV
15

আদর জৈন এবং অলেখা আদবানি বিয়ে করতে চলেছেন। এই অনুষ্ঠানে কাপুর পরিবারের সবাই উপস্থিত ছিলেন।

25

এই জমকালো বিয়েতে সকলের নজর কেড়েছেন করিনা কাপুর এবং তাঁর স্বামী সাইফ আলি খান।

35

করিনাকে লাল শাড়িতে দেখা গেল। সিঁথিতে সিঁদুর, কপালে ছোট্ট টিপ এবং গলায় সবুজ রঙের ভারী নেকলেস দিয়ে তিনি সাজ পরিপূর্ণ করেছিলেন।

45

সাইফ আলি খানকে কালো শেরওয়ানিতে দেখা গেল। উপস্থিত পাপারাজ্জিদের তারা জমিয়ে পোজ দিয়েছেন।

55

সম্প্রতি এক অচেনা ব্যক্তি সাইফকে আক্রমণ করেছিল। এই ঘটনার পর এই জুটি প্রথমবার কোনো অনুষ্ঠানে একসাথে দেখা দিলেন।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories