খুশি কাপুরের নো মেকআপ লুকে তোলপাড়, কেউ চিনতেই পারলেন না নায়িকাকে

Published : Mar 01, 2025, 01:45 PM IST

জিমের বাইরে মেকআপ ছাড়া দেখা গেলো খুশি কাপুরকে। ছবি ভাইরাল হতেই শুরু হলো নানা প্রতিক্রিয়া। অনেকেই তাঁকে চিনতে পারলেন না।

PREV
15

বলিউড অভিনেত্রী খুশি কাপুরকে সম্প্রতি মুম্বাইয়ের একটি জিমের বাইরে দেখা গেল।

25

এই সময় খুশিকে দেখা গেলো সর্বসম্পূর্ণ কালো পোশাকে, মেকআপ ছাড়া। তিনি সেখানে উপস্থিত পাপারাজ্জিদের জন্য পোজও দিলেন।

35

এখন খুশির এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। অনেকেই তাঁর এই লুক দেখে ট্রোল করছেন।

45

নেটিজেনদের মতে, খুশির এই লুকে তাঁকে চেনাই দায়।

55

খুশি কাপুরকে সর্বশেষ দেখা গিয়েছিল 'লাভ রঞ্জন' ছবিতে। শীঘ্রই তিনি নেটফ্লিক্সের ছবি-তে দেখা দেবেন।

click me!

Recommended Stories