খুব শীঘ্রই ভূমিষ্ঠ হবে কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রার প্রথম সন্তান। কেমন আছেন কিয়ারা আদবানি? তারা বেশ কয়েকবার বলিউডের এই দম্পতিকে ডাক্তারের ক্লিনিকের বাইরে দেখা গিয়েছে।
26
কিয়ারার ডায়েট
যে কোনও নারীরই গর্ভাবস্থায় নানারকম শারীরিক পরিবর্তন আসে। তেমনটার ব্যাতিক্রম নয় কিয়ারাও। কিয়ারা তাঁর গর্ভাবস্থায় ডায়েট এবং খাবারের ছবি শেয়ার করেছেন সোশ্য়াল মিডিয়ায়।
36
কিয়ারার স্বাস্থ্যকর ডায়েট
৩০ মে কিয়ারা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে রঙিন লাঞ্চ প্লেটের ছবি পোস্ট করেন। টমেটো, লেটুস, শসা, ও ডালিম ছিল। আর এই ছবি দেখেই বোঝা নিজের স্বাস্থ্যের প্রতি এখন বেশ যত্নবান কিয়ারা আদবানি।
মেট গালা ২০২৫-এ প্রথমবার বেবি বাম্প দেখান। মে মাসে কিয়ারা কালো গাউন পরেন উপস্থিত ছিলেন প্যারিসের রেড কার্পেটের মঞ্চে। মাতৃত্বকালীন তাঁর এই লুক নজর কেড়েছে সকলের।
56
কানে কিয়ারার সঙ্গী সিদ্ধার্থ
কানে কিয়ারার সঙ্গে দেখা গিয়েছিল স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকে। কিয়ারার কার্লি চুল, পরনে কালো গাউন। নজর কেড়েছিল ফ্যানদের।
66
বেবিবাম্প নিয়ে কানে কিয়ারা
কিয়ারা তাঁর পোশাক সম্পর্কে বলেছিলেন, "এটা আমার জীবনের পরবর্তী ধাপ।" এক কথায় কানের মঞ্চে বেবি বাম্প নিয়ে সকলের নজর কেড়েছেন বি-টাউনের এই অভিনেত্রী।