শুভপরিণয় সম্পন্ন হল কেএল রাহুল আর আথিয়া শেট্টির । সুনীল জানিয়েছিলেন বিয়ের পরে আথিয়া ও কেএল রাহুলকে নিয়ে আসবেন, তাঁরই কথা রেখে ক্যামেরার সামনে বিয়ের পর উপস্থিত হন নবদম্পতি ।
শনিবার থেকেই বিয়ের সানাই বেজেছিল রাহুল-আথিয়ার | তবে গোপনীয়তা বজায় রেখেছিলেন সুনীল শেট্টি। সুনীল জানিয়েছিলেন বিয়ের পরে আথিয়া ও কেএল রাহুলকে নিয়ে আসবেন | তাঁরই কথা রেখে ক্যামেরার সামনে বিয়ের পর উপস্থিত হন নবদম্পতি | পুরো প্রথা মেনেই বিয়ে করেন রাহুল আর আথিয়া। সঙ্গীত থেকে বিয়ে সব কিছুই হয়েছিল নিয়ম মেনে। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য আর ঘনিষ্টরা।