ডায়াবিটিস রোগীদের জন্য অমৃত এই সবজি! এর জল খেলেই উধাও হবে ব্লাড সুগার

ডায়াবিটিস রোগীদের কাছে অমৃত এই সবজি! এইভাবে খেলে কয়েকদিনেই চমক দেখতে পাবেন…

Anulekha Kar | Published : May 3, 2024 8:36 AM IST / Updated: May 03 2024, 02:07 PM IST

ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা। ইনসুলিনের অভাবে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়,যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এ অবস্থায় শুধু বেঁচে থাকলেই হবে না, খাওয়া-দাওয়ার দিকেও খেয়াল রাখতে হবে। এমন কিছু খাবার রয়েছে যা খেলে নিমেষে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। এক্ষেত্রে এমন এক সবজি রয়েছে যার জল খাওয়া ব্লাড সুগার রোগীদের কাছে অমৃতের মতো। জানেন কী এই সবজি?

জানলে অবাক হবেন,ডায়াবেটিসের জন্য ঢ্যাঁড়স ভেজানো জল অত্যন্ত ভাল । এই জল ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করে । ঢ্যাঁড়স ভেজানো জল খেলে ব্লাড সুগার ভীষণ ভাবে নিয়ন্ত্রণে তাকে। এতে প্রচুর পরিমাণে ফ্লেবোনোইডস আর পলিফেনোলসকে প্রাকৃতিক ভাবে ডায়াবেটিস বৃদ্ধি পেতে পারে । প্রিডায়াবেটিসের বিরুদ্ধে লড়তে পারে । ঢ্যাঁড়স এমন এক সবজি যার মধ্যে গ্লাইসেমিক উপাদান অনেক কম থাকে । ডায়াবেটিসের রোগীদের ব্লাডসুগার নিয়ন্ত্রণ করতে জল এই সবজি ভেজানো জল অত্যন্ত জরুরি স্বাস্থ্যের পক্ষে ।

কিন্তু কীভাবে বানাবেন এই বিশেষ পানীয়?

ঢ্যাঁড়শের জল বানাতে, ৩- ৪ টি ঢ্যাঁড়শ ছোট করে কেটে নিত হবে। এবার এই টুকরোগুলি সারারাত ধরে জলে ভিজিয়ে রাখতে হবে, এই জল পান করলে কয়েকদিনের মধ্যেই চমক লক্ষ্য করতে পারবেন।

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Madan Mitra | 'দেব আমাকে ক্ষমা করে দিস ভাই' কেন ক্ষমা চাইলেন মদন মিত্র?
আছে প্রমাণ, বড় পদক্ষেপ! রেখা, ববি, হিরণকে নিয়ে 'খেলা' ঘোরাবেন শুভেন্দু! দেখুন | Suvendu Adhikari
Today Horoscope Live : আজ কন্যা, কুম্ভ, বৃশ্চিক, মিথুন ও মেষ রাশির দিন কেমন কাটবে! দেখুন রাশিফল
Suvendu Adhikari Live : সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Suvendu Adhikari : 'এবার অন্য কায়দায়...যে বুথে ভোট পায়নি TMC সেখানে....' বিস্ফোরক দাবী শুভেন্দুর!