২০০ কোটির হাসি হাসলেন কার্তিক, ভুতের সঙ্গে পোস্ট করলেন ছবি, প্রকাশ্যে রুহবাবার আয়

Published : Nov 11, 2024, 04:46 PM IST
Bhool Bhulaiyaa 3

সংক্ষিপ্ত

ভুল ভুলাইয়া ৩ মুক্তির পর বক্স অফিসে রাজ করছে। প্রথম সপ্তাহে ১৫৮.২৫ কোটি আয়ের পর, দ্বিতীয় সপ্তাহে ছবিটি ২০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে, বিশ্বব্যাপী ৩০০ কোটি আয় করেছে।

বেশ কিছুদিন ধরে খবরে ভুল ভুলাইয়া ৩। ছবির সিক্যুয়েল তৈরির সময় থেকে খবরে ছবিটি। আর এবার লাইম লাইটে ভুল ভুলাইয়া ৩ ছবির আয়।

মুক্তির পর থেকে বলিউড জুড়ে রাজত্ব করে চলেছেন রুহবাবা। প্রথম সপ্তাহেই তিনি আয় করেছেন ১৫৮.২৫ কোটি। আর দ্বিতীয় সপ্তাহে আয় সামান্য কম হলেও তা গড়েছে রেকর্ড। এবার ছবির আয় এতটাই ভালো হল যে ২০০ কোটির হাসি হাসলেন কার্তিক।

সদ্য নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি ভুলের সঙ্গে পোজ দিয়েছেন নায়ক। দুজনে স্টাইল করে হার্ট শেপ করে পোজ দিয়েছেন। দুজনের মুখেই হাসি। এই ছবির ওপরে লেখা ২০০ কোটির হাসি। তলায় লেখা ২১৬.৭৬ কোটি আয় করেছে ছবিটি। তলায় উল্লেখ করে ছবিটি দশ দিনে গড়ে ১৮.১৯ কোটি আয় করেছে। এভাবে ছবির আয়ের খবর দিলেন কার্তিক।

 

 

ইতিমধ্যে ২০০ কোটির গণ্ডি পার করেছে ভুল ভুলাইয়া ৩। ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। আর দর্শকদের মন যে কার্তিক ও ভুল ভুলাইয়া ৩ টিম রাখতে পেরেছেন তা বলার অপেক্ষা রাখে না। এদিকে বিশ্ব বাজারে ৩০০ কোটি আয় করেছে ছবিটি। ভুল ভুলাইয়া ফ্রাঞ্চাইজির হাইয়েস্ট গ্রসিং ছবি এটি। এর আগে ভুল ভুলাইয়া ২ রেকর্ড গড়েছিল। তার আয় ছিল ২৬৫.৫০ কোটি । এবার সেই আয়কে পিছনে ফেলে এগিয়ে যেতে পারে ভুল ভুলাইয়া ৩। এমনই অনুমান সকলের।

এদিকে একই সঙ্গে মুক্তি পেয়েছে সিংঘম এগেইন। সেই ছবি দশ দিনে আয় করেছিল ২০৬.৫ কোটি টাকা।

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?