
Dharmendra Love story: না ফেরার দেশে বলিউডের হি-ম্যান। সিনে জগতে নক্ষত্রপতনে শোকস্তব্ধ গোটা দেশ। শোকের ছায়া বিনোদন মহলে। কিন্তু জানেন কী প্রয়াত বর্ষীয়ান এই অভিনেতার প্রেম-বিবাহ, সম্পর্ক কেমন ছিলো? কতটা রোম্যান্টিক ছিলেন ধর্মেন্দ্র। মাত্র ১৯ বছর বয়সে বিয়ে করেছিলেন প্রকাশ কৌরের সঙ্গে। তাদের চার সন্তানও রয়েছে। কিন্তু ১৯৭০ সালে সিনেমার সেটে আলাপ হয় হেমা মালিনীর সঙ্গে। তারপর বদলে যায় ধর্মেন্দ্রর প্রেমজীবন। সম্পর্কের রসায়ন। প্রায় ১০ বছর প্রেম করার পর ১৯৮০ সালে বলিউডের ড্রিমগার্ল হেমা মালিনীকে বিয়ে করেন তিনি।
বলিউডে ধর্মেন্দ্র-হেমার প্রেম কাহিনী বহুল চর্চিত হলেও হেমাকে বিয়ের দুই বছরের মাথায় বছর ২৬-এর অনিতা রাজের প্রেমে পড়েন। এমনকি এক সময় ধর্মেন্দ্র মুগ্ধ ছিলেন সুরাইয়ার রূপের। তার অভিনয়-দক্ষতা, সৌন্দর্য সবকিছু নজর কেড়েছিলো ধর্মেন্দ্রর। তার প্রেমেও পড়েছিলেন ধর্মেন্দ্র। এমনকি শোনা যায়, একসময় মীনা কুমারির প্রেমে মগ্ন ছিলেন বলিউডের এই হি-ম্যান। কিন্তু এতসবের পরে শেষপর্যন্ত দ্বিতীয়বার হেমার সঙ্গেই বিয়েতে বসেন ধর্মেন্দ্র দেওল। কিন্তু এরপরই অভিনেত্রী প্রকাশ কৌরের সঙ্গে শুরু হয় ধর্মেন্দ্রর অশান্তি। এমনকি ধর্মেন্দ্রর জুহুর বাড়িতে ঢোকার অনুমতি ছিলো না হেমা মালিনীর। অভিনেতা অসুস্থ হওয়ার পরও সেই নিয়মে নড়চড় হয়নি বলে জানা গিয়েছে।
এদিকে হেমা মালিনীর সঙ্গে বিয়ের পর আরও একজন অভিনেত্রীর প্রেমে পড়েন ধর্মেন্দ্র। তিনি হলেন, অনিতা রাজ। তার সঙ্গে ১৯৮৩ সাল থেকে প্রায় ১০টি সিনেমাতে কাজ করেছেন। সেই সময় বলিউডের অন্দরে তাদের প্রেমের চর্চা ছিলো বহুল চর্চিত। কিন্তু এই সমস্ত বিষয়টি কড়া হাতে সামলান হেমা মালিনী। এমনকি শোনা যায়, এই কারণে, ইন্ড্রাস্ট্রি ছাড়তে বাধ্য হন অনিতা রাজ। বর্তমানে তিনি ছোটো পর্দায় কাজ নিয়ে ব্যস্ত।
উল্লেখ্য, আগামী মাসেই ৯০ বছরে পা দিতেন বলিউডের জনপ্রিয় তথা বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তার আগেই সকলকে কাঁদিয়ে ৮৯ বছরেই না ফেরার দেশে তিনি। আগামাী ডিসেম্বর মাসে শুধু তার জন্মদিনই ছিলো না। ওই একই মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে ধর্মেন্দ্র অভিনীত সিনেমা- ‘ইক্কিস’। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন অগস্ত্য়া নন্দাও। কিন্তু ছবি মুক্তির আগেই বিনোদন দুনিয়ায় শোকের ছায়া। চলে গেলেন জনপ্রিয় অভিনেতা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।