Independence Day: দেখে নিন স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তি পাচ্ছে কোন কোন ছবি, রইল তালিকা

Published : Aug 14, 2025, 11:54 AM ISTUpdated : Aug 14, 2025, 11:55 AM IST
war 2 vs coolie advance booking box office collection update

সংক্ষিপ্ত

এই স্বাধীনতা দিবসে বক্স অফিসে মুক্তি পাচ্ছে হৃত্বিক রোশনের ওয়ার ২, দেব-শুভশ্রীর ধূমকেতু এবং রজনীকান্তের কুলি। এর সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মগুলিতেও মুক্তি পাবে নতুন সিনেমা এবং সিরিজ।

এবছর স্বাধীনতা দিবসে বক্স অফিসে বড় চমক। মুক্তি পাচ্ছে একগুচ্ছ বড় বাজেটের ছবি। যার মধ্যে আছে হৃত্বিক রোশরের ওয়ার ২, দেব-শুভশ্রীর ধূমকেতু। এরই সঙ্গে দক্ষিণে মুক্তি পাচ্ছে কুলি। এরই সঙ্গে ওটিটি-তেও মুক্তি পাবে একাধিক সিরিজ ও ছবি। দেখে নিন এক ঝলকে।

ওয়ার ২

শ্যুটিং শুরু সময় থেকে অয়ন মুখোপাধ্যায়ের ওয়ার ২ রয়েছে খবরে। ওয়ার ২ মুক্তি পেল ১৪ অগস্ট। দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন দর্শকেরা। একদিকে হৃতিক রোশন অন্যদিকে জুনিয়ার এনটিআর। আর এদের সঙ্গে জুটি বেঁধেছে কিয়ারা। ২০১৯ সালে মুক্তি পাওয়া ওয়ার ছবির সিক্যোয়েল এই ছবিটি।

কুলি

ইতিমধ্যে ‘কুলি’-র জ্বরে কাঁপছে চেন্নাই। রজনীকান্তের ‘কুলি’ নিয়ে ভক্তদের উন্মাদনার অন্ত নেই। ঢাক-ঢোল বাজিয়ে নাচতে নাচতে ও ফুল ছিটিয়ে ভক্তরা পৌঁছালেন প্রেক্ষাগৃহে। আজ ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে কুলি। ছবিতে রজনীকান্ত ছাড়াও আছেন নাগার্জুন, শ্রুতি হাসানের মতো তারকারা। আছে পুজা হেগডেও। ছবি জুটে রয়েছে অ্যাকশন। এই ছবির মুক্তির আগেই টিকিট বিক্রি গড়েছে রেকর্ড।

ধূমকেতু

আজ ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে ধূমকেতু। শ্যুটিং হয়েছিল দীর্ঘদিন আগে। তবে নানান জটিলতার কারণে তা মুক্তি পায়নি। এবার মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি। রানা সরকার ও দেব প্রযোজনা করেছে ছবিটি। এই ছবিতে প্রায় ১০ বছর পর দেখা যাবে দেব ও শুভশ্রীর জুটি। ছবিতে দেব শুভশ্রী ছাড়াও আছেন চিরঞ্জিত, রুদ্রনীল, পরমব্রত চট্টোপাধ্যায়। কদিন ধরে এই ছবির প্রমোশনে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দেব ও শুভশ্রীকে। ছবি মুক্তির আগের দিন মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে। তেমনই বিভিন্ন জায়গায় প্রমোশন তো করেই চলেছেন। এদিকে এই ছবি দিয়ে দীর্ঘদিন পর দেখা যাবে দেব ও শুভশ্রীর জুটি। ব্যক্তিগত কারণে এখন এক সঙ্গে কাজ করেন না তারা। সে কারণে এই জুটি ফের একবার দেখতে বেশ আগ্রহী দর্শকেরা। 

OTT রিলিজ

১৩ থেকে ১৭ অগস্টের মধ্যে একাধিক সিনেমা ও সিরিজ। সোনি লাইভে মুক্তি পাবে কোর্ট কাছারি। জিও হটস্টারে আসছে এলিয়েন দ্য আর্থ। নেটফ্লিক্সে মুক্তি পাবে ফাইনাল ড্রাফ্ট, সারে যাহা সে আচ্ছা, লাভ ইন ব্লাইন্ড ইউকে সিজন ২ কাগজ অভিনীত মা, নাইট অলওয়েজ কামস-সহ আরও বেশ কিছু সিরিজ ও ছবি। অ্যামাজন প্রাইমে আসছে আন্ধেরা। তেমনই ওটিটি-তে আসছে জন আব্রাহাম অভিনীত তেহরা। জি৫-এ মুক্তি পাবে ছবিটি।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মুক্তি পেল বর্ডার ২ ছবির টিজার, সানি দেওল প্রস্তুত ধামাকা দিতে, রইল টিজারের চমক
বিয়ের পরেই ভাইরাল সামান্থার সেই পুরোনো মন্তব্য, জেনে নিন কী বলেছিলেন নায়িকা