শহর জুড়ে উন্মাদনা ছিল তুঙ্গে, অনুষ্ঠিত হল বহু প্রতীক্ষিত অরিজিৎ সিং-র কলকাতার কনসার্ট

দীর্ঘ বিতর্কের পর অবশেষ অনুষ্ঠিত হল অরিজিৎ সিং-র কলকাতার কনসার্ট। গতকাল সন্ধ্যায় অ্যাকোয়াটিকায় অনুষ্ঠিত হয় সেই কনসার্ট। কাল সারা শহর জুড়ে উন্মাদনা ছিল তুঙ্গে। শহরবাসী তো বটেই এমনকী অন্যান্য শহর থেকেও এসেছিলেন অরিজিৎ ভক্তরা।

Sayanita Chakraborty | Published : Feb 19, 2023 7:34 AM IST
110

অরিজিৎ সিং-র খ্যাতির কথা বলা বা তার ভক্তের হিসেব করা অকারণ সময় নষ্টের মতো। কারণ এমন দর্শক খুঁজে পাওয়া দায় যার মনে অরিজিৎ সিং স্থান পায়নি। শিল্পীকে এক ঝলক দেখার জন্য হাজার কঠিন পার ককরেন ভক্তরা। এবারও তার অন্যথা হল না। অ্যাকোয়াটিকার ভিড় বলে দিল তাঁর প্রতি ভক্তদের ভালোবাসার কথা।  

210

গতকাল অ্যাকোয়াটিকায় যেন উপস্থিত হয়েছিল সারা শহর। শহরবাসী তো বটেই এমনকী অন্যান্য শহর থেকেও এসেছিলেন অরিজিৎ ভক্তরা। আর যারা উপস্থিত হতে পারেন নি তারা চোখ রেখে ছিলেন নেটদুনিয়ায়। কারণ সমস্ত সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে সেই কনসার্টের ছবিতে। আর হবে নাই বা কেন দীর্ঘ প্রতিক্ষার পর সেখানে অনুষ্ঠিত হয় অরিজিৎ সিং এর কনসার্ট। 

310

এদিকে ১৪ ফেব্রুয়ারি কনসার্ট হওয়ার কথা ছিল। হঠাৎই হিডকোর তরফে জানানো হয় আন্তর্জাতিক কর্নসূচীর কারণে সেদিন ইকো পার্ককে ভেন্যু হিসেবে দেওয়া সম্ভব নয়। এই নিয়ে শুরু হয় বিতর্ক। রাজনৈতিক ব্যক্তিদের মন্তব্যে সমস্যা আরও জটিল হয়। সে যাই হোক পরে সিদ্ধান্তের বদল করে।

410

হিডকোর তরফ থেকে জানানো হয় নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে জি ২০ সামিটের কর্মসূচীর কারণে প্রশাসনের অনুমতি পাওযা যায়নি। কিন্তু কিছুদিনের মধ্যেই আয়োজনকদের  তরফে কনসার্টের নতুন স্থান ও তারিখ স্থির করে। সেই অনুসারে গতকাল অনুষ্ঠিত হয় এই কনসার্ট। আর ঠিকানা বদলে হয় অ্যাকোয়াটিকা।

510

সে যাই হোক,  সকল বিতর্ক দূর করে অবশেষে অনুষ্ঠিত হল অরিজিৎ সিং এর কনসার্ট।  এদিন অরিজিৎ সিং-র পাশে মঞ্চে উপস্থিত হয়েছিলেন রূপম ইসলাম। দুই শিল্পীকে এক মঞ্চে দেখতে পাওয়া ভক্তদের জন্য ছিল আরও আনন্দের। ফসিলসের গানে গলা মেলালেন অরিজিৎ সিং-ও।

610

শনিবার, এই একলা ঘর আমার দেশ গানটি ধরেই রূপম এগিয়ে চললেন মঞ্চের দিকে। অরিজিৎ-ও তাঁকে দেখিয়ে গিটার নিয়ে নেমে এলেন। তারপর মাইক নিয়ে নিজেই গলা মেলালেন। গান শেষ অরিজিৎকে হুকে জড়িয়ে ধরলেন রূপম। বললেন, উই লাউ ইউ। তুমি আমাদের গর্ব। 

710

এদিকে গেরুয়া বিতর্ক শোনা গেল অরিজিৎ-র গলায়। শহরবাসীকে দিলে টিপ্পুনি। অ্যাকোয়াটিকায় কাল ছিল শুধু শয় শয় মাথা। গেরুয়া পাগড়ি বেঁধে মঞ্চে উঠলেন অরিজিৎ সিং। তারপরই রং দে তু মোহে গেরুয়া গানের অনুরোধ আসে। সেই গান প্রতিবারের মতো এবারও মুগ্ধ করল ভক্তদের। 

810

তারপরই সেই গেরুয়া রং নিয়ে মন্তব্য করলেন তিনি। মঞ্চে উঠে অরিজিৎ বলেন, এই গানটি নিয়ে খামোকা বিতর্ক তৈরি হল। গেরুয়া রঙটা তো সন্ন্যাসীদের রং। স্বামীজির রঙ। বিবেকানন্দও যদি সাদা পরতেন তাহলে কি বিতর্ক হত? এই এক লাইনে নিজের শহরবাসীর প্রতি মনের ক্ষোভ বের করে দিনের অরিজিৎ। 

910

সে যাই হোক, গতকাল সন্ধ্যা প্রতিটি শহরবাসীর কাছে ছিল উৎসাহের। প্রিয় শিল্পীকে একবার চোখের দেখা দেখতে ও তাঁর গান উপভোগ করতে শয় শয় মানুষ ভিড় জমিয়েছিলেন অ্যাকোয়াটিকায়। 

1010

নানা বয়সের মানুষ চোখে পড়েছিল সেখানে। অরিজিৎ সিং-র গান বরাবরই মুগ্ধ করে দর্শকদের। তার গানে প্রকাশ পায় সকল না বলা অনুভূতি। সেই গান সরাসরি শোনার ও তাঁকে দেখা সুযোগ হাতছাড়া করল না কেউই।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos