কারও মুখ ভর্তি বলিরেখা তো কারও ডার্ক সার্কেল, মেকআপ ছাড়া চিনতে পারবেন না নব্বইয়ের দশকের এই নায়িকাদের

রইল উর্মিলা মাতন্ডকর, শিল্পা শেঠী, সোনালী বেন্দ্রে, ঐশ্বর্য রাই বচ্চন, রানি মুখার্জী, রবিনা টন্ডন, জুঁই চাওলা, করিশ্মা কাপুর, কাজল এবং মাধুরী দীক্ষিতের মেকআপ ছাড়া ছবি।

Sayanita Chakraborty | Published : Nov 19, 2024 1:14 PM IST
110

একবার ভাইরাল হয়েছিলউর্মিলা মাতন্ডকরের মেকআপ ছাড়া ছবি। ডার্ক সার্কেল থেকে জেল্লাহীন ত্বক নজর কেড়েছিল সকলের। 

210

এয়ারপোর্টে একবার মেকআপ ছাড়া দেখা গিয়েছিল শিল্পাকে। সে সময় তাঁর ত্বক নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন। 

310

মেকআপ ছাড়া সত্যিই চেনা দায় হয়ে যাবে সোনালী বেন্দ্রেকে। 

410

মেকআপ ছাড়া তেমন পরিবর্তন নেই ঐশ্বর্যর ত্বকে। তবে, বর্তমানে বাড়তি মেদের কারণে পরিবর্তন এসেছে তাঁর লুকে। তবে, ত্বকে জেল্লা একই আছে বলে মনে করেন অনেকেই। 

510

চোখের তলায় ডার্ক সার্কেল কিংবা বলিরেখা দেখা গিয়েছে রানি মুখোপাধ্যায়ের এই ছবিতে। যা নিয়ে তাঁকে শুনতে হয়েছিল কটাক্ষ।

610

রবিনা টন্ডনের অবস্থাও খানিক রানির মতো। মেকআপ ছাড়া তাঁকে দেখতে অদ্ভুত লাগে বলে মন্তব্য করেছিলেন অনেকে। 

710

মেকআপের জুঁই চাওলার ত্বকে যে খুব পরিবর্তন করে এমন নয়। মেকআপে তিনি সুন্দরী হয়ে ওঠেন ঠিকই তবে খুব বিস্তর পরিবর্তন দেখা যায় না।   

810

বয়সের সঙ্গে করিশ্মার ত্বকে দেখা দিয়েছে বলিরেখা। তবে, মেকআপ যে তাঁর সৌন্দর্যের আমূল পরিবর্তন করে এমনটাও নয় বলে দাবি তাঁর ভক্তদের। 

910

এক সময় নিজের সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন সার্জারি করিয়েছিলেন কাজল, অনেকেই এই দাবি করেন। তবে, মেকআপ ছাড়া তাঁর ডার্ক সার্কেল থেকে বলিরেখা সবই নজর কাড়ে বলে দাবি অধিকাংশের। 

1010

মেকআপ ছাড়া সত্যিই মাধুরীকে চেনা দায়। বলিরেখায় ভরে গিয়েছে তাঁর ত্বক। এমনই দাবি সকলের। 

Share this Photo Gallery
click me!

Latest Videos