একবার ভাইরাল হয়েছিলউর্মিলা মাতন্ডকরের মেকআপ ছাড়া ছবি। ডার্ক সার্কেল থেকে জেল্লাহীন ত্বক নজর কেড়েছিল সকলের।
210
এয়ারপোর্টে একবার মেকআপ ছাড়া দেখা গিয়েছিল শিল্পাকে। সে সময় তাঁর ত্বক নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন।
310
মেকআপ ছাড়া সত্যিই চেনা দায় হয়ে যাবে সোনালী বেন্দ্রেকে।
410
মেকআপ ছাড়া তেমন পরিবর্তন নেই ঐশ্বর্যর ত্বকে। তবে, বর্তমানে বাড়তি মেদের কারণে পরিবর্তন এসেছে তাঁর লুকে। তবে, ত্বকে জেল্লা একই আছে বলে মনে করেন অনেকেই।
510
চোখের তলায় ডার্ক সার্কেল কিংবা বলিরেখা দেখা গিয়েছে রানি মুখোপাধ্যায়ের এই ছবিতে। যা নিয়ে তাঁকে শুনতে হয়েছিল কটাক্ষ।
610
রবিনা টন্ডনের অবস্থাও খানিক রানির মতো। মেকআপ ছাড়া তাঁকে দেখতে অদ্ভুত লাগে বলে মন্তব্য করেছিলেন অনেকে।
710
মেকআপের জুঁই চাওলার ত্বকে যে খুব পরিবর্তন করে এমন নয়। মেকআপে তিনি সুন্দরী হয়ে ওঠেন ঠিকই তবে খুব বিস্তর পরিবর্তন দেখা যায় না।
810
বয়সের সঙ্গে করিশ্মার ত্বকে দেখা দিয়েছে বলিরেখা। তবে, মেকআপ যে তাঁর সৌন্দর্যের আমূল পরিবর্তন করে এমনটাও নয় বলে দাবি তাঁর ভক্তদের।
910
এক সময় নিজের সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন সার্জারি করিয়েছিলেন কাজল, অনেকেই এই দাবি করেন। তবে, মেকআপ ছাড়া তাঁর ডার্ক সার্কেল থেকে বলিরেখা সবই নজর কাড়ে বলে দাবি অধিকাংশের।
1010
মেকআপ ছাড়া সত্যিই মাধুরীকে চেনা দায়। বলিরেখায় ভরে গিয়েছে তাঁর ত্বক। এমনই দাবি সকলের।