রবিবার মুম্বইতে বিধায়ক আসলাম শেখ আয়োজন করেন মালাদ মস্তি । অনুষ্ঠানে এসেছিলেন রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা, বরুণ শর্মা , গণেশ আচার্য প্রভৃতি ।
রবিবার মুম্বইতে হয়ে গেল মালাদ মস্তি | মালাদ মস্তি আয়োজন করেন বিধায়ক আসলাম শেখ | ২০২২ এ মালাদ মাস্তি পঞ্চম বর্ষে পদার্পণ করল | অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা | এছাড়াও আসেন বরুণ শর্মা , গণেশ আচার্য ও অন্যান্য কলাকুশলীরা