মেকআপ ছাড়াই Transparent টপে ৫০+ মলাইকা আরোরা, দেখুন সেই ভাইরাল ছবি

Published : Jan 28, 2025, 04:17 PM IST

বান্দ্রায় মেকআপ ছাড়াই দেখা গেলো মলাইকা অরোরাকে। Transparent টপ এবং সাদা প্যান্টে ধরা দিলেন ক্যামেরায়। ক্যামেরাম্যানদের পোজ না দিয়েই এগিয়ে গেলেন।

PREV
16

রবিবার বান্দ্রায় দেখা গেলো মলাইকা অরোরাকে। এ সময় তাঁর মেকআপ ছাড়া লুক দেখা গেলো।

26

৫১ বছর বয়সী মলাইকা অরোরা সাদা প্যান্টের সাথে Transparent টপ পরেছিলেন। তিনি চুল খোলা রেখেছিলেন।

36

এই সময় মলাইকা অরোরা চশমা পরে হাসিমুখে দেখা গেল। তিনি ক্যামেরাম্যানদের বেশি পোজ দেননি।

46

পোজ দেওয়ার জন্য ফটোগ্রাফাররা মলাইকা অরোরার পিছু পিছু গেলেন কিন্তু তিনি হাত নাড়িয়ে এগিয়ে গেলেন।

56

মলাইকা অরোরা সবসময় লাইমলাইটে থাকেন। সিনেমা থেকে দূরে থাকলেও বলিউড পার্টির আকর্ষণ তিনি।

66

মলাইকা অরোরা অনেকদিন ধরে কোনো সিনেমায় কাজ করেননি, তবে তিনি টিভির ডান্স শো’র বিচারক হিসেবে কাজ করেন।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories