পোশাক পরলেও বক্ষ- নিতম্বে বেশি ফোকাস থাকে পাপারাৎজিদের, ছবি তোলা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মালাইকা

Published : Dec 17, 2022, 11:24 AM IST

বলিউডের হটেস্ট অভিনেত্রীদের তালিকায় শুরুতেই রয়েছেন মালাইকা আরোরা।কন্ট্রোভার্সি তার নামের সঙ্গেই জুড়ে গিয়েছে। পোশাক বিতর্কে মালাইকা সর্বদাই হট টপিক। সম্প্রতি নিজের শো'মুভিং ইন উইথ মালাইকা'-তে পাপারাৎজিদের উপর ক্ষোভ উগরে দিলেন মালাইকা আরোরা। 

PREV
111

মালাইকা আরোরাকে নিয়ে সর্বদাই চর্চা লেগেই রয়েছে টিনসেল টাউনে। মালাইকা অরোরার নতুন শো'মুভিং ইন উইথ মালাইকা'-র জন্য শিরোনামে রয়েছেন বলি নায়িকা। বিতর্কে হামেশাই রয়েছে মালাইকার নাম। তাকে নিয়ে চর্চা থামবার নয়।

211

বলিউডের হটেস্ট অভিনেত্রীদের তালিকায় শুরুতেই রয়েছেন মালাইকা আরোরা। তাকে নিয়ে চর্চা হয় না এমন দিন মনে হয় হাতে গোনা। কন্ট্রোভার্সি তার নামের সঙ্গেই জুড়ে গিয়েছে। পোশাক বিতর্কে মালাইকা সর্বদাই হট টপিক। 

311

মালাইকাকে নিয়ে ট্রোলিং সর্বদাই চলছে। তার পোশাক থেকে হাঁটাচলা সব কিছু নিয়ে চলতে থাকে নানা ধরনের কটুক্তি। যদিও সমালোচনা মোটেই পাত্তা দিতে রাজি নন মালাইকা আরোরা।  সম্প্রতি নিজের শো'মুভিং ইন উইথ মালাইকা'-তে পাপারাৎজিদের উপর ক্ষোভ উগরে দিলেন মালাইকা আরোরা।
 

411

মালাইকা বাড়ির বাইরে বেরোলেই পাপারাৎজিরা মুখিয়ে থাকেন ছবি তোলার জন্য। তিনিও কখনও নিরাশ করেন না। এবার ক্ষোভ উগরে মাল্লা বলেন, আমি কখনও কাউকে কিছু বলি না যদি না সে আমাকে ঠেলা বা ধাক্কা দেয়। তবে যেটা সবচেয়ে বিরক্ত লাগে তোমরা ফটো নিচ্ছো নাও কিন্তু বক্ষ-আর নিতম্বই কেন।

511

মালাইকা আরও বলে, ফটো নেওয়ার সময় শুধু বুক আর নিতম্বতেই নজর থাকে। আমি আমার শরীরকে ভালবাসি।  কিন্তু পাপারাৎজিদের ক্যামেরা এখান থেকে ওখানে যায়, যা নিয়ে আমার প্রচন্ড সমস্যা আছে।

611

মাল্লার কথায়, এখন অনেকেই বলবেন, তুমি যদি নিজের শরীর দেখাতে  না চাও তাহলে শরীর ঢাকা পোশাক পরো। কিন্তু আমার প্রশ্ন কেন আমাকে সেরকম পরতে হবে। আপনার সমস্যা কোথায়, আমার ইচ্ছে আমি যেমন খুশি পোশাক পরব। 
 

711

মাল্লার কথায়, এখন অনেকেই বলবেন, তুমি যদি নিজের শরীর দেখাতে  না চাও তাহলে শরীর ঢাকা পোশাক পরো। কিন্তু আমার প্রশ্ন কেন আমাকে সেরকম পরতে হবে। আপনার সমস্যা কোথায়, আমার ইচ্ছে আমি যেমন খুশি পোশাক পরব। 
 

811


মালাইকা আরোরার শো 'মুভিং ইন উইথ মালাইকা'-শুরু থেকেই সুপারহিটের তকমা পেয়েছে।  নিজের এই শো-তে ব্যক্তিগত থেকে পেশাদার জীবন নিয়ে মুখ খুলেছেন মালাইকা আরোরা। যা মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

911

১০ বছরের ছোট অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে বারবার ট্রোলের মুখে পড়েন নায়িকা, এবার নিজের শো-তে সমস্ত ক্ষোভ উগরে দিয়েছেন মালাইকা। অর্জুন কাপুরের সঙ্গে প্রেম নিয়ে বারবার ট্রোলের মুখে পড়েন মালাইকা আরোরা। শো চলাকালীন অর্জুন কাপুরের সঙ্গে ডেটিং নিয়ে মুখ খুললেন বলি নায়িকা। শো-এর চতুর্থ পর্বে মালাইকা বয়ফ্রেন্ড অর্জুন কাপুরকে সঙ্গে ডেট করা নিয়ে ট্রোলারদের উপযুক্ত শিক্ষা দিয়েছেন।

1011

মালাইকা নিজের শো-তে বলেন, হ্যাঁ আমি শুধু বয়স্ক নই, আমার থেকে বয়সে অনেক ছোট একজন পুরুষের সঙ্গে ডেট করছি।  আমার সাহস আছে। তাই আমি এই কাজ করছি। তবে আমি কারোর জীবন নষ্ট করছি না। 

1111

মালাইকা আরও বলেন, সবাইকে এটাই বলতে চাই, আমি তার জীবন নষ্ট করতে পারছি না। এমনটা নয় যে সে স্কুলে যাচ্ছে, পড়াশোনায় মন দিতে পারছে না। আমি তাকে আমার সঙ্গে আসতে বলেছি।  সে যথেষ্ঠ বড় মানুষ, এবং আমরা উভয়েই প্রাপ্তবয়স্ক, একে অপরের সঙ্গে যথেষ্ঠ ভাল আছি।
 

click me!

Recommended Stories