অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার হলেন মালয়ালম অভিনেতা সিদ্দিকি

অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে মালয়ালম ছবির তারকা সিদ্দিকিকে গ্রেফতার করেছে পুলিশ। ২০১৬ সালের ঘটনার জন্য সাড়ে আট বছর পর অভিযোগ দায়ের হয়। 

অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন হেনস্থার দায়ে গ্রেফতার হলেন মালয়ালম ছবির তারকা সিদ্দিকি। শুক্রবার গ্রেফতার করা হয় তাঁকে। জানা গিয়েছে, শীঘ্রই আদালতে পেশ করা হবে।

চলতি বছরে অগস্ট মাসে সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ আনেন এক অভিনেত্রী। অভিযোগে বলা হয়েছিল, ২০১৬ সালে তাঁকে হেনস্থা করেছিলেন সিদ্দিকি। অগস্ট মাসে অভিযোগ দায়ের হওয়ার পরে অ্যাসোসিয়েশন অফ মালায়ালম মুভি আর্টিস্টস-র সাধারণ সভাপতি পদ থেকে থেকে ইস্তফা দেন তিনি।

Latest Videos

অভিযোগ দায়ের হওয়ার পর কেরল পুলিশের কাছে চিঠি লিখেছিলেন সিদ্দিকি। তিনি লিখেছিলেন, সুখমৈরিকাট্টে ছবি মুক্তির আগে প্রদর্শনের সময় একদিনই অভিযোগকারী অভিনেত্রীকে দেখেছিলাম আমি। সময়টা ২০১৬ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি। নিজের বাবা-মায়ের সামনেই সে দিন তিনি আমার সঙ্গে কথা বলেছিলেন। প্রথমত, সে দিন কোনও ধর্ষণের ঘটনাই ঘটেনি। সাড়ে আট বছর পরে তিনি এই অভিযোগ এনেছেন। শারীরিক যৌন হেনস্থা বা মৌখিক ভাবে যৌন হেনস্থার কোনও ঘটনাই ঘটেনি। ৬ ডিসেম্বর গ্রেফতার করা হয় সিদ্দিকিকে।

শুক্রবার পুলিশ গ্রেফতার করেছে অভিনেতাকে। শুক্রবারই আদালতে পেশ করার কথা। কর্মক্ষেত্রে যৌন হেনস্তার মতো ঘটনা আটকাতে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে হেমা কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের মধ্যে দিয়েই উঠে এসেছিল ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত বহু মানুষের নাম। সেই কমিশনের রিপোর্টেও উল্লে ছিল সিদ্দিকির।

প্রসঙ্গত, হেমা কমিটির ২৩৫ পাতার রিপোর্টে পরিষ্কার দাবি করা হয়েছে মালয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করেন ১০ থেকে ১৫ জন পুরুষ প্রযোজক, পরিচালক ও অভিনেতা।

 

Share this article
click me!

Latest Videos

Jyotiraditya-কে বিতর্কিত মন্তব্য Kalyan-এর, তুমুল শোরগোল ভরা সংসদে
Bangladesh-এ হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ Matua মহাসঙ্গের, দেখুন কী বললেন তাঁরা
ফের সরকারী প্রকল্পে চুরির অভিযোগ! ক্ষোভে ফেটে পড়লেন বাবলা পঞ্চায়েতের বাসিন্দারা | Nadia News Today
ইউনূসকে ধুয়ে দিলেন শুভেন্দু! Suvendu Adhikari #shorts #suvenduadhikari #indiabangladesh #banglanews
'যেখানেই ভোটে দাঁড়াবেন আপনাকে হারাবে এই শুভেন্দু' রুদ্রমূর্তিতে শুভেন্দু | Suvendu Adhikari