অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার হলেন মালয়ালম অভিনেতা সিদ্দিকি

Published : Dec 06, 2024, 06:41 PM IST
Two shocking crimes of gang rape, sexual assault in Bengal and Rajasthan, 7 accused arrested

সংক্ষিপ্ত

অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে মালয়ালম ছবির তারকা সিদ্দিকিকে গ্রেফতার করেছে পুলিশ। ২০১৬ সালের ঘটনার জন্য সাড়ে আট বছর পর অভিযোগ দায়ের হয়। 

অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন হেনস্থার দায়ে গ্রেফতার হলেন মালয়ালম ছবির তারকা সিদ্দিকি। শুক্রবার গ্রেফতার করা হয় তাঁকে। জানা গিয়েছে, শীঘ্রই আদালতে পেশ করা হবে।

চলতি বছরে অগস্ট মাসে সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ আনেন এক অভিনেত্রী। অভিযোগে বলা হয়েছিল, ২০১৬ সালে তাঁকে হেনস্থা করেছিলেন সিদ্দিকি। অগস্ট মাসে অভিযোগ দায়ের হওয়ার পরে অ্যাসোসিয়েশন অফ মালায়ালম মুভি আর্টিস্টস-র সাধারণ সভাপতি পদ থেকে থেকে ইস্তফা দেন তিনি।

অভিযোগ দায়ের হওয়ার পর কেরল পুলিশের কাছে চিঠি লিখেছিলেন সিদ্দিকি। তিনি লিখেছিলেন, সুখমৈরিকাট্টে ছবি মুক্তির আগে প্রদর্শনের সময় একদিনই অভিযোগকারী অভিনেত্রীকে দেখেছিলাম আমি। সময়টা ২০১৬ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি। নিজের বাবা-মায়ের সামনেই সে দিন তিনি আমার সঙ্গে কথা বলেছিলেন। প্রথমত, সে দিন কোনও ধর্ষণের ঘটনাই ঘটেনি। সাড়ে আট বছর পরে তিনি এই অভিযোগ এনেছেন। শারীরিক যৌন হেনস্থা বা মৌখিক ভাবে যৌন হেনস্থার কোনও ঘটনাই ঘটেনি। ৬ ডিসেম্বর গ্রেফতার করা হয় সিদ্দিকিকে।

শুক্রবার পুলিশ গ্রেফতার করেছে অভিনেতাকে। শুক্রবারই আদালতে পেশ করার কথা। কর্মক্ষেত্রে যৌন হেনস্তার মতো ঘটনা আটকাতে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে হেমা কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের মধ্যে দিয়েই উঠে এসেছিল ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত বহু মানুষের নাম। সেই কমিশনের রিপোর্টেও উল্লে ছিল সিদ্দিকির।

প্রসঙ্গত, হেমা কমিটির ২৩৫ পাতার রিপোর্টে পরিষ্কার দাবি করা হয়েছে মালয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করেন ১০ থেকে ১৫ জন পুরুষ প্রযোজক, পরিচালক ও অভিনেতা।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?