বৃহস্পতিবার বেঙ্গালুরুতে মুক্তি পেল মার্টিন-এর টিজার । কে জি এফ-এর পর সবচেয়ে বড় কন্নড় সিনেমা মার্টিন , মুখ্য চরিত্রে অভিনয় করেছে ধ্রুব সারজা, অন্বেশি জৈন, নিকিতিন ধীর প্রভৃতি ।
বৃহস্পতিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠানিক ভাবে মুক্তি পেল মার্টিন-এর টিজার। মুখ্য চরিত্রে অভিনয় করেছে ধ্রুব সারজা, অন্বেশি জৈন, নিকিতিন ধীর প্রভৃতি | সিনেমাটি পরিচালনা করেছেন এ পি অর্জুন | সারা ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম এই অনুষ্ঠানে হাজির ছিল | হিন্দি সহ সমস্ত দক্ষিণ ভারতীয় ভাষায় মুক্তি পাবে এই সিনেমা । কে জি এফ-এর পর সবচেয়ে বড় কন্নড় সিনেমা মার্টিন | যদিও নির্মাতারা এই সিনেমাকে ভারতীয় সিনেমা হিসাবে দাবি করে |