দাঁতের চিকিৎসক থেকে জনপ্রিয় গায়ক হয়ে ওঠা মেইয়াং চ্যাং কলকাতায় এসেছিলেন। তাঁর কন্ঠে শোনা গেল বাংলা গান। গাইলেন অনির্বাণের গাওয়া 'কিচ্ছু চাইনি আমি' ।
দাঁতের চিকিৎসক থেকে জনপ্রিয় গায়ক হয়ে ওঠা মেইয়াং চ্যাং কলকাতায় এসেছিলেন। তাঁর কন্ঠে শোনা গেল বাংলা গান। ধানবাদে জন্মানো চ্যাং জানিয়েছেন, কলকাতায় তিনি দারুণ সময় কাটিয়েছেন। ফুচকা, বিরিয়ানি, চাঁপ খেয়েছেন, আড্ডা দিয়েছেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাংলা গানের ভিডিও শেয়ার করেছেন এই গায়ক। তাঁর অনুরাগীরা এই ভিডিও দেখে উচ্ছ্বসিত। অনেকে অন্যান্য ভাষাতেও গান গাওয়ার অনুরোধ জানাচ্ছেন।