২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ব্যাড বয়, তার আগে মুম্বইতে আয়োজিত হল ছবির স্পেশাল স্ক্রিনিং। এই ছবিতে ডেবিউ করছে মিঠুন চক্রবর্তীর ছেলে নামসি চক্রবর্তী ।
২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ব্যাড বয়, তার আগে মুম্বইতে আয়োজিত হল ছবির স্পেশাল স্ক্রিনিং । এই ছবিতে ডেবিউ করছে মিঠুন চক্রবর্তীর ছেলে নামসি চক্রবর্তী । ছবিটি পরিচালনা করছে রাজকুমার সন্তোষী । নামসি ছাড়াও রয়েছে সাজিদ কুরেশির মেয়ে আমরিন কুরেশি, রাজপাল যাদব, জনি লিভার ও অন্যান্যরা ।