শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ। এবারও শুধু স্তনবৃন্ত ঢেকে চমক দিলেন উরফি।
অন্তর্বাস গায়ে রাখতে মোটেই পছন্দ করেন না উরফি জাভেদ। এবারও নগ্ন শরীর ঢাকতে অভিনব কায়দায় লজ্জা নিবারণ করলেন উরফি জাভেদ। মুম্বইয়ের এক ওটিটি প্ল্যাটফর্মের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন উরফি জাভেদ। সেখানেই বুকের পাঁজর দিয়ে তৈরি খাঁচার পোশাক পরে তাক লাগালেন উরফি। অনাবৃত শরীর, স্তনবৃন্ত শুধু ঢাকা বেগুনি রঙের বুকের পাঁজর দিয়ে, নীচে পরেছেন বেইজ রঙের প্যান্ট। এই পোশাক পরে অনুষ্ঠানে হাজির হতেই ভিড়মি খেলেন ভক্তরা।