মোহিনীর জন্যই কি বউকে ডিভোর্স দিচ্ছেন এআর রহমান? গায়কের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বঙ্গতনয়া

বেস বাদক মোহিনী দে’র বিচ্ছেদের খবর ঘিরে জল্পনা, এআর রহমনের সঙ্গে সম্পর্কের অনুসন্ধান শুরু করেছেন অনেকে। মোহিনী সাক্ষাৎকারের অনুরোধ নস্যাৎ করে বিতর্কের আগুনে ঘি ঢালতে অস্বীকৃতি জানিয়েছেন।

বেশ কিছুদিন ধরে খবরে মোহিনী দে। ইতি একজন বেস বাদক। এই বিখ্যাত বেস বাদক খবরে আসার কারণ তাঁর ট্যালেন্ট নয়। বরং, এক গুজবের কারণে খবরে আছেন এই বঙ্গতনয়া। ইনি একটি বড় অপরাধ করেছেন। তা ভুল বসত নাকি ইচ্ছাকৃত তা বলা কঠিন। এআর রহমের টিমে বেস বাজান। এআর রহমান তাঁর বিচ্ছেদের খবর ঘোষণার এক ঘন্টার মধ্যে মোহিনীও তাঁর বিচ্ছেদের কথা প্রকাশ করেন। এরই পরই শুরু জোড় চর্চার। এআর রহমন ও মোহিনীর মধ্যে সম্পর্কের অনুসন্ধান করতে শুরু করেন সকলে। অনেকেই বলেন সম্পর্ক আছে এআর রহমন ও মোহিনীর মধ্যে। মোহিনীর জন্যই নাকি বিয়ে ভাঙছে এআর রহমনের। এবার এই নিয়ে মুখ খুললেন শিল্পী।

ইনস্টাগ্রামে জানিয়ে মোহিনী লিখেছেন, আমি সাক্ষাৎকারের জন্য প্রচুর পরিমাণে অনুরোধ পেয়েছি এবং আমি জানি এটা ঠিক কী নিয়ে। আমি শ্রদ্ধার সঙ্গে প্রত্যেকটা দাবি নস্যাৎ করছি। কারণ আমি বিতর্কের আগুনে ঘি ঢালতে আগ্রহী নই। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি যে গুজব বা জল্পনার পিছনে নিজের এনার্জি খরচ করার কোনও প্রয়োজন নেই। দয়া করে আমার গোপনীয়তাকে সম্মান করুন।

Latest Videos

মুহূর্তে ভাইরাল হল এই পোস্ট। যা নজর কেড়েছে সকলের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বিতর্ক বন্ধের প্রচেষ্টা করলেন মোহিনী। এদিকে সদ্য এআর রহমনের ছেলেও এই প্রেম চর্চার বিরোধীতা করে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন। যা মুহূর্তে হল ভাইরাল। এতে অনেকেই নানান মন্তব্য করেছেন। কেউ তাঁর আচরণের প্রশংসা করেছেন তো কেউ করেছেন নিন্দা। 

 

Share this article
click me!

Latest Videos

মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Dilip Ghosh: কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari