গার্লস ট্রিপে গিয়েছেন দিশা পাটানি, মৌনি রায়। দুই বেস্ট ফ্রেন্ড নিজেদের মতো করে সময় উপভোগ করছেন। সেখানেই বোল্ড অবতারে দেখা গেল তাঁদের।
গার্লস ট্রিপে গিয়েছেন দিশা পাটানি, মৌনি রায়। দুই বেস্ট ফ্রেন্ড নিজেদের মতো করে সময় উপভোগ করছেন। সেখানেই বোল্ড অবতারে দেখা গেল তাঁদের। বিকিনি পরা দিশার সঙ্গে ছবি শেয়ার করেছেন মৌনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয়জনের সঙ্গে বেড়াতে এসেছি’। ছবিতে লাল বিকিনি পরে দেখা মিলেছে দিশার। মৌনি পরেছেন বেগুনি রঙের পোশাক।