
কোনপথে সইফ আলি খান-কাণ্ডের তদন্ত কতদূর? প্রশ্ন উঠতে শুরু করছে। কারণ মুম্বই পুলিশ দাবি করছে সইফ খানের ওপর হামলায় অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদের বিরুদ্ধে একাধিক প্রমাণ রয়েছে। সইফের বাড়িতে পাওয়া আঙুলের ছাপের সঙ্গে মিলে গিয়েছে তার আঙুলের ছাপ। এছাড়ও একাধিক প্রমাণ রয়েছে। কিন্তু তারপরেও নিজেকে নির্দোষ বলে দাবি করছেন অভিযুক্ত। প্রশ্ন তাহলে কি জামিন পেয়ে যাবে শরিফুল- এই প্রশ্নই উঠছে।
সংবাদ মাধ্যম সূত্রের খবর শুক্রবার শরিফুল কোর্টে নিজের পক্ষে সওয়াল করেন। নিজের কাজকে সমর্থনও করেন তিনি বলেছিলেন তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলি সবই মিথ্যা। অভিনেতার বাড়িতে ঢুকে সইফকে মারধর করার যে অভিযোগ উঠেছে তা পুরোপুরি মিথ্যা। পুলিশের কল্পানাপ্রসূত বলেও অভিযোগ শরিফুলের।
শরিফুল কোর্টে জানিয়েছেন, তদন্ত শেষ হয়ে গিয়েছে। তাকে এখনও আটক করে রাখা প্রয়োজনিয়তা কী - তাই নিয়েই তিনি প্রশ্ন করেন। কোর্টে তিনি জামিনের আবেদবও জানিয়েছেন। তাহলে প্রশ্ন সত্য কি শরিফুল? তার জামিনের আবেদন কি মঞ্জুর করবে আদালত?
শরিফুলের জামিনের আবেদন নাকচ করে ফের পাল্টা আর্জি জানিয়েছে মুম্বই পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে অভিনেতার বাড়ি থেকে সংগৃহীত প্রমাণ শরিফুলের পক্ষেই গিয়েছে। তদন্তকারীদের দাবি, সইফের বাড়ির চারপাশে সিসিটিভি ফুটেজ থেকে যে ব্যক্তিকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে। তারসঙ্গে শরিফুলের মুখ মিলে গিয়েছে। সেই রিপোর্টও তাদের হাতে রয়েছে। একই ভাবে, অভিনেতার দেব থেকে উদ্ধার হওয়া ছুরির টুকরোগুলির সঙ্গে অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা ছুটির সঙ্গে সাদৃশ্য রয়েছে। সেটি ইতিমধ্য়েই কোর্টে পেশ করা হয়েছে। কোর্ট সূত্রের খবর, আগামী সপ্তাহে সইফ-কাণ্ডে ধৃত শরিফুলের মামলার শুনানি হবে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।