আর্জেন্টিনার বিশ্বকাপ জয়, নীল-সাদা জার্সি পরে ধরা দিলেন রণবীর-আলিয়া,কোথায় জানেন

বিশ্বকাপ ফাইনালের দিন পরিচালক লভ রঞ্জনের বাড়িতে বসেই ম্যাচ দেখেন রণবীর ও আলিয়া। তবে শুধু রণবীর কাপুর ও আলিয়া ভাটই নন, ম্যাচ শুরু হওয়ার আগে অর্জুন কাপুর ও রাজকুমার রাওকে রঞ্জনের বাড়িতে ঢুকতে দেখা যায়।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় যেন ইতিহাস হয়ে রইল গোটা বিশ্বে। রুদ্ধশ্বাস ম্যাচ দেখতে টলি থেকে বলিপাড়ায় তখন উত্তেজনা তুঙ্গে। অনেক তারকারাই কাতারে উড়ে গিয়েছেন। তবে রণবীর-আলিয়া একরত্তি রেখে কাতার যেতে না পারলেও মুম্বইতে বসেই আর্জেন্টিনা ও ফ্রান্সের বিশ্বকাপ দেখলেন। রুদ্ধশ্বাস ম্যাচের পর আর্জেন্টিনার হাতে ট্রফি উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সকলে। সেই তালিকায় রয়েছেন রালিয়া জুটি। রণবীর কাপুর ও আলিয়া ভাট আর্জেন্টিনার খুব বড় ফ্যান। খেলা শেষেই পরিচালর লভ রঞ্জনের বাড়ির নীচে আর্জেন্টিনার জার্সি পরে দেখা যায় রণবীর ও আলিয়াকে। নতুন বাবা ও মায়ের মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে নিমেষে।

ম্যাচ দেখে বেশ হাসিমুখেই বাড়ি ফিরতে দেখা যায় রণবীর আলিয়া। বিশ্বকাপ ফাইনালের দিন পরিচালক লভ রঞ্জনের বাড়িতে বসেই ম্যাচ দেখেন রণবীর ও আলিয়া। তবে শুধু রণবীর কাপুর ও আলিয়া ভাটই নন, ম্যাচ শুরু হওয়ার আগে অর্জুন কাপুর ও রাজকুমার রাওকে রঞ্জনের বাড়িতে ঢুকতে দেখা যায়। সকলে মিলে একসঙ্গে ফাইনাল ম্যাচ দেখেছেন। একদিকে রণবীর-আলিয়া- অর্জুনরা মুম্বইতে বসে একজোট হয়ে খেলা দেখেছেন। অন্যদিকে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন কার্তিক আরিয়ান সহ বলিউডের একাধিক ব্যক্তিত্বরা কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দেখেছেন।

Latest Videos

 

 

বিশ্বকাপ ফাইনালের দিন কাতারের লুসাইল স্টেডিয়ামে গ্যালারিতে একাধিক তারকার উপস্থিতি নজর কেড়েছে। ফুটবল বিশ্বকাপে ভারত দল হিসেবে না থাকলেও ভারতীয়দের উপস্থিতি ছিল সর্বত্র। প্রথম ভারতীয় নারী হিসেবে বিশ্বকাপেপ ট্রফি উন্মোচন করেছেন দীপিকা পাড়ুকোন। স্পেনের প্রাক্তন ফুটবলার ইকের ক্যাসিলাসের সঙ্গে ট্রফি উন্মোচন করেন দীপিকা। বিশ্বকাপ ফাইনাল শুরু হওয়ার দেড় ঘন্টা আগে শুরু হয়েছিল জমজমাট সমাপনী অনুষ্ঠান। হলিউড ও বলিউড জমকালো অনুষ্ঠানে বিশ্বকাপের থিম গান লাইট দ্য স্কাই গেয়েছেন বাল্কিস, মানাল, রহমা। এবং নোরা ফতেহির গলায় হিন্দি সংস্করণ মন ছুঁয়ে গেছে ভক্তদের। সবমিলিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় চুটিয়ে উপভোগ করেছেন বলি তারকারা। উল্লেখ্য, একমাস আগেই আলিয়া ও রণবীরের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। ২৯ বছরেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন আলিয়া ভাট। মা হওয়ার পর যেন মুহূর্তে বদলে গেছে আলিয়া ভাটের রোজনামচা। গত কয়েকটা দিনেই বদলে গিয়েছে আলিয়ার পুরোনো রুটিন। আসলে মা হওয়ার পর প্রতিটা মায়েরই একই অবস্থা হয়। তেমনটাই হয়েছে আলিয়া ভাটেরও। একরত্তির দিকে তাকিয়েই যেন দিন-রাত কেটে যাচ্ছে। বিয়ের বছর এখন ঘোরেনি, মাত্র সাত মাসের মধ্যে মা হয়ে সকলকে চমকে দিয়েছেন আলিয়া ভাট। মা ও মেয়েকে নিয়েই ব্যস্ত নেটদুনিয়া। দুজনের খুনসুটি দেখতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। মেয়ে রাহা কোলে আসতেই নিজেকে পাল্টে ফেলেছেন আলিয়া। তবে শরীরচর্চায় কোনও খামতি নেই। প্রায়শই যোগা সেন্টারের বাইরে দেখা যাচ্ছে নতুন মাকে। তাছাড়া বাড়ি থেকে খুব একটা বেরোচ্ছেন না আলিয়া ভাট। তবে ফাইনাল দেখতে স্বামীর সঙ্গে বেরিয়েছিলেন আলিয়া ভাট। আর্জেন্টিনার জার্সি গায়ে নতুন মা-কে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
North Sonarpur Book Fair 2024: উত্তর সোনারপুর বইমেলা শুরু! ছোটদের বইমুখী করতে নতুন চমক, দেখুন
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today