আদিত্য চোপড়ার নতুন ছবির শ্যুটিং এবার কলকাতায়, থাকছেন বাঙালি তারকারাও

Published : Apr 14, 2025, 04:17 PM ISTUpdated : Apr 14, 2025, 05:45 PM IST
Rani Mukerji, Aditya Chopra

সংক্ষিপ্ত

বলিউডের নতুন ছবি শ্যুটিংয়ের জন্য আদিত্য চোপড়া বেছে নিলেন কলকাতাকে। ছবিতে দেখা যাবে একাধিক বাঙালি অভিনেতা। তারকা বাছাইয়ের কাজ করছেন অনিমেষ বাপুলি।

আদিত্য চোপড়া নতুন ছবি: চলতি শীতে বাংলাকে চমক দিতে প্রস্তুতি নিচ্ছে বলিউড। বলা চলে, প্রস্তুতি নিচ্ছেন আদিত্য চোপড়া। আগামী হিন্দি ছবির শ্যুটিং করতে তিনি বেছে নিলেন কলকাতা। ছবিতে থাকবেন একাধিক বাঙালি অভিনেতা।

আদিত্য চোপড়ার ছবি মানেই বিদেশ সফর। সুইৎজারল্যান্ডে তাঁর প্রযোজিত হবু ছবির শ্যুটিং হয়েছে। তাঁর ছবি মানেই সুইৎজারল্যান্ডে সফর- এমনই মনে করতেন অনেকেই। রানি, কাজল, অনুষ্কা শর্মা, শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা থেকে অমিতাভ বচ্চন বা শাহরুখ খান- সকলেই আদিত্যর ছবির শ্যুটিং করতে বিদেশে দিয়েছেন। সেই আদিত্য চোপড়া এবার বেছে নিলেন কলকাতাকে। তাঁর আগামী ছবির কাজ হবে শহর তিলোত্তমাতে। তবে, শহরের কোন কোন এলাকায় শ্যুটিং হবে তা জানা যায়নি।

এই ছবিতে কাজ করবেন একাধিক বাংলার তারকা। এই তারকা বাছাইয়ের কাজ নিয়েছেনে অনিমেষ বাপুলি। নেওয়া হবে একাধিক বাংলার তারকাকে। এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রতিযোগিতা। এমনই মত সকলের। থাকবেন বলিউড তারকারাও। এবার নাকি বর্তমান প্রজন্মের তারকাদের বেশি সুযোগ দেওয়া হবে। অর্থাৎ, অনেকের মতে সেভাবে হেভিওয়েট তারকা নাও থাকতে পারে। তবে, ঠিক কে কে থাকছেন তা এখনও পর্যন্ত সেভাবে জানা যায়নি।

এদিকে জানা গিয়েছে, সিনেমার চিত্রনাট্য এখনও লেখা চলছে। চিত্রনাট্য লেখার কাজ দ্রুতগতিতে চলছে। শোনা গিয়েছে, যশরাজ তাদের ঐতিহ্য মেনে প্রেমের ছবি বানাবেন প্রযোজক। ক্যামেরার দায়িত্বে থাকবেন দক্ষিণী বিনোদন দুনিয়ার প্রথম সারির সিনেমাটোগ্রাফার।

সব মিলিয়ে একার শীতে জমজমাট কলকাতা। এবার আদিত্য চোপড়ার ছবির শ্যুটিং হবে কলকাতায়। এবার আর বরফের দেশে শিফন শাড়ি পড়ে নাচবেন না নায়িকা। তেমনই বিদেশের মাটিতে গাড়ি চালাতে দেখা যাবে না হিরোকে। বরং এবার শহর কলকাতায় হবে শ্যুটিং। এই নতুন ছবিতে দেখা মিলব বাংলার তারকাদেরও। তবে, কবে কোথায় এই ছবির কাজ শুরু হবে তা এখনও জানা যায়নি। তেমনই কোন কোন তারকা থাকবে তা এখনও জানা যায়নি। 

 

PREV
click me!

Recommended Stories

কেন মাত্র ১৯ বছর বয়সে প্রকাশ কৌরকে বিয়ে করেন ধর্মেন্দ্র, প্রকাশ্যে এল অজানা তথ্য
আমাকে একা রেখে চলে গেল... স্বামী ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনে আবেগঘন হেমা মালিনীর