নিমরত কৌর আর অভিষেক বচ্চনের পরকীয়ার খবর সর্বত্র শোনা যাচ্ছে। অধিকাংশই বলছেন ঐশ্বর্যের সঙ্গে অভিষেকের সম্পর্কের ভাঙনের কারণই হল নিমরত কৌর।
210
দসভি ছবিতে একসঙ্গে কাজ করেন নিমরত কৌর এবং অভিষেক বচ্চন। তখন থেকেই দুজনের আলাপ। কিন্তু, সেই পরিচিতি যে প্রেম পর্যন্ত গড়াবে তা কেউ বুঝতে পারেননি।
310
বেশ কিছুদিন ধরে নিমরত কৌর আর অভিষেক বচ্চনের সম্পর্কের খবর সর্বত্র। ঐশ্বর্যকে ছেড়ে অভিষেক কীভাবে নতুন সম্পর্কে মজলেন তা নিয়ে প্রশ্ন সকলের মনে।
410
সে যাই হোক, সদ্য বিয়ে নিয়ে নিমরত কৌরের ধারণা সামনে এসেছে। প্রকাশ্যে এসেছে একটি পুরনো ভিডিও। যেখানে নিমরত কৌর আর অভিষেক বচ্চন দুজনেি আছেন।
510
সেখানে অভিষেকের সামনে বিয়ে নিয়ে বিশেষ মন্তব্য করেন নিমরত। একটি শোতে উপস্থিত হয়েছিলেন নিমরত কৌর আর অভিষেক বচ্চন দুজনই। সেখানে বিয়ে নিয়ে মন্তব্য করেন নায়িকা।
610
কথায় কথায় শো-র সঞ্চালক বলেন তাঁর বিয়ের বয়স অনেক। শুনে নিমরত বলেছিলেন, এতদিন বিয়ে টেঁকে নাকি।
710
কেন এখনও নিমরত বিয়ে করেননি তাও জানান অভিনেত্রী। এর পিছনে আছে বিশেষ কারণ। যা খোলসা করেন সকলের সামনে।
810
তিনি বলেছিলেন, বিয়ে করার তাঁর ইচ্ছা নেই এমন নয়। তবে, সঠিক মানুষের সঙ্গে সঠিক সময় এলে বিয়ে করবেন নায়িকা।
910
এদিকে নিমরত কৌর কিংবা অভিষেক বচ্চন কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তাই আদৌ পরকীয়ায় আছেন নাকি পুরোটা রটনা তা অজানা।
1010
এদিকে, বহুদিন ধরে চলছে ঐশ্বর্য ও অভিষেকের বিচ্ছেদের কথা। এরই মাঝে শোনা গিয়েছে পরকীয়ার খবর। তবে, তা কতটা সত্য তা সময় বলবে।