জওয়ান
৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে জওয়ান। পাঠান ছবির পর এই জওয়ান ছবি দিয়ে বক্স অফিসে পা রাখবেন বাদশা। ছবিটি হিন্দি, তামিল. তেলেগু ভাষায় মুক্তি পারে। বহুরূপী শাহরুখকে দেখে মুগ্ধ সকলে। দেখা মিলেছে বিজয় সেতুপতির। তেমনই দেখা মিলেছে, দীপিকা পাড়ুকোণ, প্রিয়ামণি ও সানা মালহোত্রার। রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিয়েছেন নয়নতারা।