‘জওয়ান’ ছাড়াও এই কয়টি ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, দেখে নিন এক ঝলকে

বলিউডের সেরা তালিকার শীর্ষে রয়েছেন বাদশা। কেরিয়ারের শুরু থেকে বিভিন্ন ধরনের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তিনি যেমন অভিনয় করেছেন রোম্যান্টির হিরোর চরিত্রে। তেমনই ভিলেনর চরিত্রেও দেখা গিয়েছে শাহরুখকে। রইল সেই সকল ছবির হদিশ।

Sayanita Chakraborty | Published : Sep 2, 2023 4:28 AM IST
17

বাজিগর

শাহরুখ খানের কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট এনে দিয়েছিল বাজিগর ছবিটি। প্রতিশোধ, ছলনা থেকে খুনের ঘটনা দেখা যায় ছবিতে। বাজিগর ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন বাদশা।

27

ডর

ডর ছবিতেও নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। ওয়ান সাইড লাভার হিসেবে দেখা গিয়েছিল কিং খানকে। ছবিটি সে সময় বক্স অফিসে ব্যাপক সফল হয়েছিল।

37

আনজাম

বড়লোক সাইকোপ্যাথ ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। আনজাম ছবিটি শাহরুখের কেরিয়ারের অন্যতম ছবি। ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকে।

47

রইজ

রইজ ছবিতেও নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন বাদশা। ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা গিয়েছিলেন শাহরুখ খান। ভিলেনের চরিত্রেও ব্যাপক সারা পেয়েছিলেন তিনি।

57

ডন

ডন ছবিতে শাহরুখের চরিত্রের আলাদা করে বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। ছবিটি আজও বলিউড বক্স অফিসে সেরা ছবির তালিকায় স্থান পায়। ছবিতে ভিলেনের চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে।

67

ফ্যান

দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল বাদশাকে। একজন সুপার স্টার ও তাঁর ভক্তের চরিত্রে অভিনয় করেছিলেন বাদশা। এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান।

77

জওয়ান

৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে জওয়ান। পাঠান ছবির পর এই জওয়ান ছবি দিয়ে বক্স অফিসে পা রাখবেন বাদশা। ছবিটি হিন্দি, তামিল. তেলেগু ভাষায় মুক্তি পারে। বহুরূপী শাহরুখকে দেখে মুগ্ধ সকলে। দেখা মিলেছে বিজয় সেতুপতির। তেমনই দেখা মিলেছে, দীপিকা পাড়ুকোণ, প্রিয়ামণি ও সানা মালহোত্রার। রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিয়েছেন নয়নতারা।

Share this Photo Gallery
click me!

Latest Videos